ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে কুড়িগ্রাম লালমনিরহাট পবিসে গণশুনানি

প্রকাশিত: ০৫:৪৯, ৯ জুলাই ২০১৮

 দুর্নীতি প্রতিরোধে কুড়িগ্রাম লালমনিরহাট  পবিসে  গণশুনানি

দুর্নীতির গ্রে এরিয়ার কারণসমূহ উদ্ঘাটন, সংশ্লিষ্টদের চিহ্নিতকরণ, প্রতিকারের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত টাস্কফোর্সের উদ্যোগে গত ৩ জুলাই কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ সময় প্রধান অতিথি হিসেবে বাপবিবোর্ড গঠিত টাস্কফোর্সের আহ্বায়ক, সরকারের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম ও প্রধান প্রকৌশলী (প্রকল্প) জালাল উদ্দিন মিয়াসহ টাস্ক ফোর্সের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। গণশুনানিকালে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন এলাকার দুর্নীতি/হয়রানির শিকার এবং অভিযোগ রয়েছে এমন গ্রাহক/বিদ্যুত সংযোগ প্রত্যাশীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, কুড়িগ্রাম জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার/সমিতির কর্মকর্তা/কর্মচারী, বোর্ড পরিচালক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে দুর্নীতিমুক্ত করতে তিনি জনগণের প্রত্যক্ষ সহযোগিতা আশা করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে দুর্নীতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত সাধারণ জনগণ তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ের চেয়ে দুর্নীতির ব্যাপকতা বর্তমানে অনেকাংশেই হ্রাস পেয়েছে। তারপরও কিছু দালাল/ঠিকাদার রয়েছে যারা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সুনাম নষ্ট করছে। পরিশেষে টাস্ক ফোর্সের আহ্বায়ক গ্রাহকদের মৌখিক অভিযোগ শোনেন এবং নির্ধারিত ফরমে তাদের লিখিত অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×