ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্যাটিকানে জলবায়ু সম্মেলনে পোপ ফ্রান্সিস

বিশ্বকে রক্ষায় প্যারিস চুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার চাই

প্রকাশিত: ০৬:২৭, ৮ জুলাই ২০১৮

বিশ্বকে রক্ষায় প্যারিস চুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার চাই

পোপ ফ্রান্সিস শুক্রবার বৈশ্বিক উষ্ণতা হ্রাসে প্রতিশ্রুতিতে অবিচল থাকার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এবং সতর্কতা উচ্চারণ করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়ন টেকসই হচ্ছে না, অবাধ জ্বালানি ব্যবহার অব্যাহত রয়েছে এবং পৃথিবী এক বিশাল জঞ্জালের স্তূপ, মরুভূমি ও আবর্জনায় পরিণত হওয়ার হুমকিতে রয়েছে। ফ্রান্সিস তার উল্লেখযোগ্য প্রচারমূলক কর্মসূচী ‘ প্রেইস বি’র তৃতীয় বার্ষিকীতে ভ্যাটিকানে আয়োজিত এক সম্মেলনে এ আহ্বান জানান। ‘প্রেইস বি’ মাতৃসম প্রকৃতির সঙ্গে মানবজাতির দৃষ্টান্তমূলক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। ফ্রান্সিস তার বক্তব্যে সরকারগুলোর প্যারিস প্রতিশ্রুতির প্রতি মর্যাদা দেখানোর জন্য তাদের আহ্বান জানান। তিনি বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়নের জন্য সংস্কার অনুপ্রেরণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, একটা সত্যিকার বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে যে, আমরা ভবিষ্যত প্রজন্মকে কেবল জঞ্জালের স্তূপ, মরুভূমি ও আবর্জনায় রেখে যাব। ১শ’ ৯৫টি দেশ স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে স্ব স্ব দেশের জাতীয় পরিকল্পনার মধ্য দিয়ে বৈশ্বিক গ্রীনহাউজ গ্যাস নির্গতকরণ হ্রাস করে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মারাত্মক প্রভাবগুলোর কিছুটা পরিহারের চেষ্টার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছেন, তার পূর্বসূরির করা চুক্তিটি সংস্কার করা না হলে যুক্তরাষ্ট্র তা থেকে সরে যাবে। জলবায়ুর ওপর ভ্যাটিকানের উদ্যোগে শুক্রবারের এ সাম্প্রতিক সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ও হুমকির ব্যাপারে জরুরীভাবে একটি সচেতনতা তৈরি করা। এ বৈশ্বিক উষ্ণতা ও হুমকি রয়েছে বিশেষ করে বিশ্বের সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক দেশের মানুষের ওপর। ফ্রান্সিস সম্প্রতি ভ্যাটিকানে একটি রুদ্ধদ্বার সম্মেলনে তেল নির্বাহী ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
×