ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৩ শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ

প্রকাশিত: ০৮:১৬, ৬ জুলাই ২০১৮

৪৩ শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন জেলার ৪৩ শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে ঐ সব শিক্ষকের এমপিও ভুক্ত হওয়ার পথ সুগম হলো বলে জানিয়েছে রিটকারী আইনজীবী। অন্যদিকে বর-কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না, বিয়ের রেজিস্ট্রেশনের আগে তা পরীক্ষা করার জন্য মেডিক্যাল সার্টিফিকেট দাখিল বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। চারটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোঃ আশফাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করে। আদালতে বৃহস্পতিবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। বর-কনে মাদকাসক্ত কি না পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে রিট ॥ বর ও কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না, বিয়ে রেজিস্ট্রেশনের আগে তা পরীক্ষা করার জন্য মেডিক্যাল সার্টিফিকেট দাখিল বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলীর পক্ষে এ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনটি শীঘ্রই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া।
×