ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ২০

প্রকাশিত: ০৪:৪৪, ৬ জুলাই ২০১৮

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ জুলাই ॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা এলাকাবাসীর কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা, কনস্টেবল আব্দুল মাজেদ তুহিন, রফিকুল ইসলাম মজিব ও ১৬ গ্রামবাসী। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বহিরাগতদের হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই সড়কের সম্মুখভাগে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের প্রতিরোধে গোবরা গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ধাওয়া করলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এরপর গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়। পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
×