ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইজিবাইক চালক হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৪:৪২, ৬ জুলাই ২০১৮

ইজিবাইক চালক হত্যার দ্রুত বিচার দাবি

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ৫ জুলাই ॥ সৈয়দপুরে ইজিবাইক চালক সুমন আহমেদকে (২২) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জিকরুল রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় নিহত সুমনের বাবা, মা, সন্তান কোলে স্ত্রীসহ উপজেলা চেয়ারম্যান ও রাজনীতিক এবং বিভিন্ন পেশাজীবীসহ হাজার-হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সুমনের স্ত্রী মিনু আরা বেগম বলেন, সবকিছু ভালই চলছিল। তবে তার বন্ধুরা ইজিবাইকটির লোভ সামলাতে পারে নি। তিান কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার সবকিছু কেড়ে নিয়ে শুধু প্রাণে বাঁচিয়ে রাখত। আমরা কোন প্রতিবাদ করতাম না। সবকিছু মেনে নিতাম। হত্যাকা-ের শিকার সুমনের মা লিপি বেগম বলেন, কোন বিছুর বিনিময়ে সন্তানকে আর পাব না। তবে এভাবে যেন আর কোন বাব-মায়ের বুক খালি না হয়। এর জন্য হত্যাকারীরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় এ দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমীন বলেন, দরিদ্র পরিবারের সুমনই ছিল তার বাবা-মা ও স্ত্রীর একমাত্র অবলম্বন। তাকে হত্যা করে তার বন্ধুরূপী পিশাচরা। শুধু তার ইজিবাইকটি নেয়ার জন্য। আজ তার অভাব স্ত্রী সন্তান, বাবা-মায়ের কাছে কখনই পূরণ হবে না। তারাবো পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৫ জুলাই ॥ তারাবো পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ১শ’ ২১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৬শ’ ৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভা প্রাঙ্গণে বাজেট ঘোষণা করেন, তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। এ সময় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।
×