ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বাসে পেট্রোলবোমা ॥ খালেদার জামিন আপীলে স্থগিত

প্রকাশিত: ০৬:১১, ৩ জুলাই ২০১৮

কুমিল্লায় বাসে পেট্রোলবোমা ॥ খালেদার জামিন আপীলে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে পেট্রোল ঢেলে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখেছেন আপীল বিভাগ। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। এ দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ- খালাস চেয়ে করা আপীলের সঙ্গে তার সাজা বাড়ানোর জন্য দুদকের করা আবেদনের (রিভিশন) শুনানি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। একই সঙ্গে অপর দুই আসামি ১০ বছরের দ-প্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিনের আপীল শুনানির জন্যও একই দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে আপীল বিভাগের আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সরকার খালেদা জিয়াকে জেলখানায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে যে আইনী প্রক্রিয়া চলছে এবং যে ধরনের আদেশ দেয়া হচ্ছে তাতে আমার মনে হয়, সরকারের ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। এখানে খালেদা জিয়াকে আইনী প্রক্রিয়ায় বের করা সম্ভব হবে না। তদুপরি তার চিকিৎসারও ব্যবস্থা হচ্ছে না। হয়তো বা এমনও হতে পারে তার অবস্থা আরও সঙ্কটময় হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি দুর্নীতির মামলা, তিনটি মানহানির মামলা। ২৯টি মামলা ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বিভিন্ন সময়ে দায়ের হয়। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে ১২টি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। ৩টি মামলা তদন্তাধীন, বাকি ২২টি মামলায় বিচার চলছে। সূত্রমতে সাতটি মামলায় আইনজীবীরা খালেদা জিয়ার জামিন নিয়ে বিভিন্ন আদালতে আইনী লড়াই করছেন। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও কুমিল্লার আরেক মামলায় খালেদা জিয়া জামিনে আছেন। কুমিল্লায় গাড়িতে আগুন দিয়ে হত্যা মামলার জামিন স্থগিত করেছে আপীল বিভাগ। এ ছাড়া, বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার আরেকটি মামলায় শুনানির জন্য হাইকোর্ট বিভাগের তালিকায় রয়েছে। ঢাকার বাকি দুই মামলা ও নড়াইলের এক মামলা বিচারিক আদালতে শুনানির জন্য আছে। এ দিকে কুমিল্লা বাসে পেট্রোল ঢেলে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখেছেন আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বে চার সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খাালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন। কুমিল্লার নাশকতার দুই মামলায় গত ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদাকে জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ওই দিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৯ মে আপীল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। গত ৩১ মে শুনানির পর আপীল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপীল করতে আদেশ দেন এবং ২৪ জুন দিন ঠিক করে দেন। ২০১৫ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। এ ছাড়া ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলা হয়। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়াসহ ৩২ জনকে এ মামলায় আসামি করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় দ-প্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন। বিএনপিপন্থী আইনজীবীদের কর্মসূচী ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সুপ্রীমকোর্টসহ সারা দেশে কালো পতাকা ও বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বারের) সভাপতির কক্ষের সামনে এই কর্মসূচী ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রীমকোর্টে অবস্থান কর্মসূচী পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
×