ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলোরাডোয় আগুন লাগিয়ে দাবানল, এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৫, ২ জুলাই ২০১৮

 কলোরাডোয় আগুন লাগিয়ে দাবানল, এক ব্যক্তি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বনে আগুন লাগিয়ে দাবানল শুরু করার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খরাপীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক দাবানলের ঘটনার মধ্যে ওই লোকের লাগানো দাবানলটি অন্যতম। এই দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে গেছে ও ওই এলাকার কয়েক শত বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।সন্দেহজনক নাশকতার ঘটনায় শনিবার ইয়েস্পা জোয়াগেনসেনকে (৫২) হেফাজতে নিয়ে যায় পুলিশ। কলোরাডোতে বর্তমানে যে ১০টি দাবানল চলছে তার মধ্যে সবচেয়ে জোরালো ‘স্প্রিংস ফায়ার’ এ্রর আগুন জোয়াগেনসেনই লাগিয়েছিল বলে সন্দেহ পুলিশের, কোস্টিলা কাউন্টি শেরিফ দফতরের ফেসবুক পেজে দেয়া তথ্য থেকে এমনটিই জানা গেছে। জোয়াগেনসেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হলে তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হাতে তুলে দেয়া হবে জানিয়েছেন কোস্টিলা কাউন্টির ডিটেনশন কর্মকর্তা। ওয়েবসাইট
×