ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায় ॥ ১৩ বাসের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৭:০৯, ২৪ জুন ২০১৮

অতিরিক্ত ভাড়া আদায় ॥ ১৩ বাসের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২৩ জুন ॥ রিজার্ভের নামে চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির অভিযোগে পটিয়ায় ১৩ বাসের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা দিয়েছে। শনিবার সকালে পোস্ট অফিস মোড় এলাকায় ট্রাফিক পরিদর্শক (দক্ষিণ) শাহ্ আরিফুর রহমান এই অভিযান চালান। ঈদের আগের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত রিজার্ভের নামে ২০ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে এক থেকে দেড়শ’ টাকা ভাড়া। পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ছাড়াও আনোয়ারা উপজেলার যাত্রীরা দীর্ঘদিন ধরে পরিবহন মালিক ও শ্রমিকদের কাছে বিভিন্নভাবে জিম্মি। যাত্রীদের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে প্রতিনিয়ত যাত্রী হয়রানির পাশাপাশি রিজার্ভের নামে চলে অতিরিক্ত ভাড়া আদায়। রির্জাভ ভাড়া নেয়ার কারণে লোকাল যাত্রীদের পিকআপ ও ট্রাকে করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ঈদের এক সপ্তাহেও যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। চাঁদপুরে অটোরিক্সায় বাড়তি ভাড়া আদায় নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৩ জুন ॥ পবিত্র ঈদ-উল-ফিতরের সাতদিন পার হয়ে গেলেও চাঁদপুরে লঞ্চঘাট ও ফরিদগঞ্জের সিএনজি চালিত অটোরিক্সা চালকদের উৎসবের নামে কয়েকগুণ বেশি ভাড়া আদায় বন্ধ হয়নি। ঈদের ৪ দিন আগে থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ফরিদগঞ্জ, রায়পুরসহ আশপাশের বিভিন্ন স্থানে গন্তব্যে যাওয়ার জন্য অটোরিক্সার নির্ধারিত ভাড়ার চাইতে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় শুরু করে। ঈদের পর এখন উল্টো চাঁদপুর লঞ্চঘাট যাওয়ার জন্য ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ ভাড়া আদায় করছে। শনিবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চাঁদপুর লঞ্চঘাট পর্যন্ত জনপ্রতি যাত্রী ভাড়া সর্বোচ্চ ৬০ টাকা হলেও আদায় করা হয়েছে ১৫০,২০০,২৫০ টাকা করে। বিষয়টি কিছু বিক্ষুব্ধ যাত্রী জেলা, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বেশ কয়েকটি অটোরিক্সা আটক করেন।
×