ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যানজট নিরসনে চসিকের ১৪৬৪ কোটি টাকার দুই প্রকল্প

প্রকাশিত: ০৪:৩৬, ২২ জুন ২০১৮

 যানজট নিরসনে  চসিকের ১৪৬৪ কোটি টাকার  দুই প্রকল্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে যানজট নিরসন, জনভোগান্তি রোধ এবং যত্রতত্র পার্কিং বন্ধে বাস টার্মিনাল নির্মাণ ও পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে দুটি প্রকল্প গৃহীত হয়েছে, যা বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৪৬৪ কোটি টাকা। চসিকের ৩৫তম সাধারণ সভায় এ পরিকল্পনার কথা জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, কর্পোরেশন মিলনায়তনে সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট যেমন হচ্ছে, তেমনিভাবে নাগরিকদের ভোগান্তিও বাড়ছে। টার্মিনাল নির্মিত হলে নগরীতে চলাচলকারী যানবাহনগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা সম্ভব হবে। এতে করে যানজট ও জনভোগান্তি কমে আসবে। তিনি পরিচ্ছন্ন কর্মীদের জীবনমান উন্নয়নে নিবাস প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন। এ ছাড়া জনস্বার্থে সকল ধরনের অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিআরটিএ এবং মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানান। নগরীর আলোকায়নে কর্পোরেশনের উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, এর মধ্যেই সড়কগুলোতে ৮০ হাজার এলইডি বাতি লাগানো হয়েছে। মেয়রের সভাপতিত্বে চসিকের সচিব মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় নিজ নিজ কমিটির কার্য বিবরণী উপস্থাপন করেন স্টান্ডিং কমিটির সভাপতিরা। প্রসঙ্গক্রমে তিনি জানান, সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ ২০ জুন শুরু হয়েছে। চসিকের নিজস্ব এ্যাসফল্ট প্লান্ট ব্যবহারের মাধ্যমে ৯টি ডিভিশন এ কাজ শেষ করছে। এতে নিয়োজিত হয়েছেন প্রায় ২৫০ শ্রমিক। মেয়র চলমান প্রকল্পগুলো যথাযথ মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ প্রদান করেন।
×