ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুই

প্রকাশিত: ০৪:৪০, ১৪ জুন ২০১৮

জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৩ জুন ॥ জামালপুরে চলন্ত ট্রাকের ধাক্কায় দুটি অটোরিক্সা উল্টে অজ্ঞাত এক মেয়েশিশুসহ দুই যাত্রী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সকাল পৌনে নয়টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় একটি অটোরিক্সাকে ওভারটেক করছিল পণ্যবাহী একটি ট্রাক। একই সময়ে অন্য একটি অটোরিক্সা ওভারটেক করছিল ওই ট্রাকটিকে। এতে ট্রাকের ধাক্কায় দুটি অটোরিক্সা দুইদিকে উল্টে যায়। দুই অটোরিক্সার চালকসহ অন্তত সাতজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে মুন্সিপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪০) এবং আট বছরের অজ্ঞাত পরিচয়ের এক মেয়েশিশু মারা যায়। গুরুতর আহতদের মধ্যে মোঃ আসাদুজ্জামানের (২৮) বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর সরকারপাড়া গ্রামে। বাকিদের পরিচয় জানা যায়নি। . জয়পুরহাটে শ্রমিক নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, শহরের শহীদ আব্দুর রশিদ সরণির মোড় (তৃপ্তির মোড়) এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের চাঁদার টাকা আদায় করতে গিয়ে মাইক্রোর ধাক্কায় পড়ে গিয়ে ওই ট্রাকের চাপায় তসলিম উদ্দিন (৩৫) নামে এক চাঁদা আদায়কারী ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তসলিম উদ্দিন শহরের বিশ্বাস পাড়া এলাকার তহসেন উদ্দিনের পুত্র। . রংপুরে ট্রাক্টর চালক নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোক্তারুল ইসলাম (৩৫) নামে ট্রাক্টর চালকের এক সহযোগী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার বদরগঞ্জ নাগেরহাট সড়কের কাঁচা বাড়ীরহাট এলাকায়। বদরগঞ্জ থেকে নাগেরহাট এলাকায় বালু আনতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে ছিটকে পড়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় মোক্তারুল। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। . নওগাঁয় চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বুধবার বেলা ১টার দিকে নওগাঁর ধামইরহাটে আত্রাই নদী থেকে বালু পরিবহনকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আব্দুর রহমান নামে এক মেসি চালক নিহত হয়েছে। ধামইরহাট থানার ওসি (তদন্ত) ছানোয়ার হাসেন জানান, উপজেলার রূপনারায়ণপুর (শিল্প) এলাকার নুরুজ্জামানের মেসি চালক আব্দুর রহমান ধামইরহাট উপজেলার শিমুলতলী এলাকার আত্রাই নদীতে বালু নিতে যায়। বালু উত্তোলন শেষে পরিবহনকালে মূল সড়কে ওঠার চেষ্টাকালে মেসির ইঞ্জিন গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আব্দুর রহমানের বুকে চাপা পড়ে। এতে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয় এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়। . ভূঞাপুরে পথচারী সংবাদদাতা ভূঞাপুর টাঙ্গাইল থেকে জানান, ভূঞাপুরে পিকআপ ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার তাড়াই ও আগতেরিল্যা গ্রামে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভূঞাপুর উপজেলার তারাকান্দি সড়কে তাড়াই গ্রামে রাস্তার পাশে আমির আলী (৪০) নামে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকা অবস্থায় ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত ব্যক্তি তাড়াই গ্রামের মোবারক আলী ছেলে। অন্যদিকে উপজেলার আগতেরিল্যা গ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
×