ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় কর্মসৃজন প্রকল্পের কোটি টাকা ফেরত ॥ বঞ্চিত শ্রমিক

প্রকাশিত: ০৪:২৮, ১৪ জুন ২০১৮

  পাবনায় কর্মসৃজন প্রকল্পের  কোটি টাকা ফেরত ॥  বঞ্চিত শ্রমিক

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ জুন ॥ সাঁথিয়ায় কর্মসৃজন প্রকল্পের এক কোটি টাকা সরকারী কোষাগারে ফেরত দেয়ায় প্রায় ৫০ হাজার হতদরিদ্র শ্রমিক আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করেন সচেতন মহল। সমাজের পিছিয়ে পড়া কর্মহীন হতদরিদ্র মানুষকে আর্থিক সুরক্ষা দেয়ার লক্ষ্যে সরকার কর্মসংস্থান প্রকল্প চালু করে। বছরের কর্মহীন সময়ে এ সকল হতদরিদ্র মানুষকে নামমাত্র কাজের বিনিময়ে সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। সরকার তাই এ প্রকল্পের নাম দিয়েছে, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী। চল্লিশ দিন করে চলমান কর্মসূচীতে একেকজন শ্রমিক প্রতিদিন ২’শ টাকা হারে চল্লিশ দিনে ৮ হাজার টাকা পেয়ে থাকেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, অতি দরিদ্রদের এই প্রকল্পের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে তিন ধাপে ভুয়া শ্রমিক শনাক্ত হওয়ায় প্রায় এক কোটি টাকা সরকারী কোষাগারে ফেরত দিয়েছেন। ২০১৬-১৭ অর্থবছরে প্রথম পর্যায়ে ৯৬ হাজার ৩২০ জন শ্রমিকের মধ্যে ১৮ হাজার ২৮০ জন শ্রমিকের অনুপস্থিতির কারণে ৩৬ লাখ ৫৩ হাজার টাকা ফেরত দেন। একই অর্থবছরে দ্বিতীয় পর্যায়ে সমপরিমাণ শ্রমিকের মধ্যে ১৪ হাজার ২০০ শ্রমিক অনুপস্থিত পাওয়ায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা সরকারী কোষাগারে ফেরত দেন। ২০১৭-১৮ অর্থবছরে প্রথম পর্যায়ে ১ লাখ ২ হাজার শ্রমিকের মধ্যে ১৭ হাজার ১৭৪ জন অনুপস্থিত পাওয়ায় ৩৫ লাখ টাকা ফেরত দেন। তিনি সাঁথিয়াতে যোগদানের পর দুই অর্থবছরে ৪৯ হাজার ৬৫৪ শ্রমিকের ৯৯ লাখ ৯১ হাজার টাকা ফেরত দেন। এ বিষয়ে সাঁথিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি মনে করেন, আর্থিক সুরক্ষা দেয়ার লক্ষ্যে অতি দরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে সেটা ফেরত দেয়ায় সরকারের উদ্দেশ্য ব্যাহত হয়েছে। বঞ্চিত হয়েছে প্রায় ৫০ হাজার হতদরিদ্র মানুষ। তারা মনে করেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টাকা যথাযথ ব্যবহার না করে ফেরত দেয়ার মধ্যে কোন কৃতিত্ব নেই। এক্ষেত্রে বরং টাকা ফেরত দেয়াটাই জবাবদিহির আওতায় পড়ে। মেম্বার চেয়ারম্যানদের করা চূড়ান্ত তালিকা অনুমোদন করেন উপজেলা নির্বাহী অফিসার। তাই ভুয়া শ্রমিক তালিকার দায়-দায়িত্ব তালিকাকরণ ও অনুমোদন সংশ্লিষ্টদের । এজন্য হতদরিদ্র শ্রমিকরা সরকারের আর্থিক সুরক্ষা হতে বঞ্চিত হতে পারে না। প্রকল্পের প্রথম ধাপেই যখন ভুয়া শ্রমিক শনাক্ত হয়েছে তখনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তালিকা প্রস্তুতকরণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে পর্যায়ক্রমে ভুয়া শ্রমিক শনাক্ত হওয়ায় দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেয়া টাকা ফেরত দিয়েছেন। হতদরিদ্রদের আর্থিক সুরক্ষা দেয়ার সরকারের সদিচ্ছা কেন ব্যর্থতায় পর্যবসিত হলো সে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার বলে সচেতন মহল মনে করেন।
×