ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

প্রকাশিত: ০৭:০২, ৫ জুন ২০১৮

চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস ॥ চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আলোচিত সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গনির আদালত এ আদেশ প্রদান করে। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে চকবাজার থানায় একটি মামলা দায়ের হয়। সে মামলায় হাজির হয়ে জামিন প্রার্থনা করে রনি। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এর আগে এই মামলায় তিনি চার সপ্তাহের জামিনে ছিলেন। উল্লেখ্য, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি দুটি ঘটনার জন্য বেশ আলোচিত। এর মধ্যে সর্বশেষ ঘটনাটি হল চকবাজার এলাকায় অবস্থিত চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় গত ৩ এপ্রিল চকবাজার থানায় রনিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়। গত ৭ মে তিনি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। এছাড়া চকবাজার এলাকার একটি কোচিং সেন্টারের মালিককে মারধরের আরও একটি ভিডিও ভাইরাল হয়। এর জের ধরে তিনি ছাত্রলীগের নেতৃত্ব থেকে বাদ পড়েন। তারও আগে তিনি হাটহাজারী উপজেলায় স্থানীয় একটি নির্বাচনে অস্ত্রসহ ধরা পড়েছিলেন। সেদিন তাকে দ-ও প্রদান করেছিল ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জে তিন ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৪ জুন ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে একজন গুলিবিদ্ধসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। রবিবার গভীর রাতে কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজ এলাকা থেকে ডাকাত দলের ওই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ডাকাত দলের আক্রমণে আহত হন আজিজুর নামের এক পুলিশ সদস্য। ওই তিন ডাকাতকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে এবং আহত পুলিশ সদস্যকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×