ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় যুবদলের কমিটি বাতিল দাবি

ঝাড়ু মিছিল, কুশপুতুল দাহ ॥ গণপদত্যাগের আল্টিমেটাম

প্রকাশিত: ০৭:০০, ৫ জুন ২০১৮

ঝাড়ু মিছিল, কুশপুতুল দাহ ॥ গণপদত্যাগের আল্টিমেটাম

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ জুন ॥ জেলা যুবদলের নব গঠিত কমিটি বাতিলের দাবিতে সোমবার দুপুরে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ করেছে। এ সময় কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আরব নিরব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কেন্দ্রীয় যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়নের কুশপুতুল দাহ করে তাদের ভোলায় অবাঞ্ছিত করা হয়েছে। এদিকে পদবঞ্চিতরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন ৫০ লাখ টাকার বিনিময়ে অবৈধ কমিটি গঠন করা হয়েছে। তাই দ্রুত জেলা যুবদলের অবৈধ কমিটি বাতিল করা না হলে আন্দোলনকারীরা গণপদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। এদিকে যুবদলের কমিটি ঘোষণার পর থেকে গত ২ জুন থেকে ৩ দিন ধরে জেলা বিএনপি ও যুবদল অফিসে তালা ঝুলছে। এদিকে প্রায় ১৪ বছর পর যুবদলের কমিটি গঠন করা হলেও এখনও নতুন কমিটির কোন কর্মকা- দেখা যায়নি। এমনকি তারা প্রতিবাদও জানায়নি। জেলা যুবদলের পদপ্রত্যাশী বিদ্রোহী একটি গ্রুপ সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলন করেছে। যুবদলের সভাপতি পদ প্রত্যাশী ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ ও সাবেক সদস্য সচিব কবির হোসেন স্বাক্ষরিত লিখিত বক্তব্য দেন। এ সময় তারা বলেন, গত ১ জুন কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নিয়ম রয়েছে সম্মেলনের মাধ্যমে ২৬ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে সম্মেলন করেনি। এ সময় উপস্থিত ছিলেনÑ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বাহালুল, খায়রুল আলম মিলন, থানা যুবদলের সদস্য সচিব সবুজ প্রমুখ। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ ও সদস্য সচিব মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়ে শহরের কে জাহান মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। টাঙ্গাইল নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, যুবদলের নতুন পকেট কমিটি ঘোষণার প্রতিবাদ ও বাতিলের কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কুশপুত্তলিকা দাহ করেছে যুবদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচী পালন করেন। জানা যায়, গত ২ জুন টাঙ্গাইল জেলা যুবদলের ৮১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, সিনিয়র আহ্বায়ক খন্দকার রাসেদুল আলম রাশেদ ও সদস্য সচিব করা হয় মাসুদ তালুকাদারকে। এ পকেট কমিটি ঘোষণার পর থেকেই টাঙ্গাইল জেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জেলা যুবদলের নতুন এ পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে।
×