ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

প্রকাশিত: ০৭:০০, ৫ জুন ২০১৮

পার্বতীপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ জুন ॥ পার্বতীপুর- সৈয়দপুর মহাসড়কের বেলাইচণ্ডি বারনীর ঘাটে (বুড়ির ডাঙ্গা) রবিবার রাত ২টার দিকে পাথর বোঝাই দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার আলমগীর (৩০) নিহত হয়েছে। ঘাতক ট্রাকের নম্বর ঢাকা-মেট্রো ট -১৬-০৮৯১। তার বাড়ি নওগাঁ জেলার চকবারিয়া এলাকায়। পিতার নাম সেলিমউদ্দিন। খবর পেয়ে পার্বতীপুর- সৈয়দপুর ফায়ার সার্ভিস এর ৩টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ভোর পর্যন্ত দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক কেটে মৃত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল্লাহ্ জানান, উদ্ধারকালীন সময় হেলপারের মৃত্যু ঘটেছে। নওগাঁয় বাইসাইকেল চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সোমবার দুপুর ১২টার দিকে পোরশা উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আবুল কালাম আকালু (৫০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার দুয়ারপাল গ্রামের মৃত এমাজদ্দিনের ছেলে। পোরশা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় আকালু উপজেলার কালাইবাড়ি মোড়ে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিতপুর থেকে দীঘিরহাটগামী ইট বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। জামালপুরে বাস উল্টে আহত ২২ নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের জামালপুর সদরের দিগপাইতে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিক্সাকে রক্ষা করতে বাসটি রাস্তার ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ১৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার মহাখালি থেকে ছেড়ে আসা বাসটিতে যাত্রী ছিল অন্তত ৩৬ জন। পথে বেলা সোয়া ১২ টার দিকে জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় দ্রুতগতির একটি অটোরিক্সা বাসটির সামনে আসছিল। বাসটির চালক অটোরিক্সাটিকে সাইড দেয়ার সময় ব্রেক কষলে বাসটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই উল্টে যায়। ফায়ার সার্ভিসকর্মীরা গুরুতর আহত ১৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পৌঁছে দেয়।
×