ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে মুক্তিযোদ্ধা হত্যা মামলা তুলে না নেয়ায় হুমকি

প্রকাশিত: ০৫:০২, ২ জুন ২০১৮

 নাটোরে মুক্তিযোদ্ধা হত্যা মামলা তুলে না  নেয়ায় হুমকি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ জুন ॥ সিংড়ায় এক মুক্তিযোদ্ধাকে হত্যা মামলা তুলে না নেয়ায় মিথ্যা মামলা করে বাদী ও তার ছেলেকে হয়রানি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিংড়া উপজেলার শোয়াইড় গ্রামের মোজাম্মেল হক। এ সময় তিনি অভিযোগ করেন গত ২০১৪ সালের ২৯ মার্চ তার বড় আব্বা মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক খানকে প্রকাশ্যে মারপিট করে হত্যা করা হয়। এই ঘটনায় মোজাম্মেলের বাবা ওসমান আলী খান বাদী হয়ে একই এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ, আলতাব হোসেনের ছেলে আহসান হাবিব, রইচ উদ্দিনের ছেলে রবিউল ইসলামসহ ৫ জনকে অভিযুক্ত করে ঘটনার পরদিন সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে অভিযুক্তরা ওসমান আলী খানকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকে। তিনি মামলা তুলে নিতে অস্বীকার করলে তাকে এবং তার পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে সেখানেই মারপিট করে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনার জের ধরে ২০১৭ সালের ২৮ নবেম্বর সিংড়া বাসস্ট্যান্ডে মামলার অভিযুক্তরা বাদীর ছেলে মোজাম্মেল হককে আটক করে তার নিজ নামের একটি ব্যাংকের চেক সই করিয়ে নেয় এবং মিথ্যা মামলার হুমকি দেয়। এই ঘটনায় সিংড়া থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ কোন জিডি নেয়নি। পরবর্তীতে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অপরদিকে জোর করে চেকে সই করে নেয়ার পরে ২০১৮ সালের ১০ জানুয়ারি আদালতে ৪০ লাখ টাকা পাবে বলে একটি মিথ্যা মামলা করে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আমার বড় আব্বার খুনের মামলায় অভিযুক্ত রবিউল বাদী হয়ে অপর আরও একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় বলা হয় আমার বাবা জোরপূর্বক রবিউলের নিকট থেকে ২ লাখ টাকার স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছেন। পরে সিংড়া থানার এসআই আব্দুল হান্নান আমার বাবা হত্যা মামলার বাদী ওছমান আলী খানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
×