ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃপরীক্ষণে ৫২৯ জনের ফল পরিবর্তন

প্রকাশিত: ০৬:৪৩, ১ জুন ২০১৮

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃপরীক্ষণে ৫২৯ জনের ফল পরিবর্তন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃপরীক্ষণে ৫২৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৫১ জন। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৪৮ এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৪৫০ জনের। বৃহস্পতিবার এ ফল ঘোষিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ফল ঘোষণার পর নিয়মানুযায়ী উত্তরপত্র পুনঃপরীক্ষণের আবেদন জানায় ২৩ হাজার ৩৮০ জন। তাদের আবেদন অনুযায়ী উত্তরপত্র নিরীক্ষণ করতে হয় ২৩ হাজার ৫১০টি। এতে ৫১ শিক্ষার্থী উঠে এসেছে পাসের তালিকায়, যারা গত ৬ মে প্রকাশিত ফলে অকৃতকার্য ছিল। ৪৮ শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে জিপিএ-৫ পাওয়াদের তালিকায়। ৪৫০ জনের গ্রেড পরিবর্তনসহ ফল পাল্টেছে মোট ৫২৯ জনের। উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলে পাসের হার এবং গুণগত মান দুটোই পূর্ববর্তী বছরের চেয়ে কম। এবার এ প্লাস অর্জন করে ৮ হাজার ৯৪ জন। উত্তরপত্র পুনঃপরীক্ষণের পর বেড়েছে আরও ৪৮ এ প্লাস। কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা নয়,আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩১ মে ॥ কুষ্টিয়ায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল আলম (২৭) নিহতের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হতাশার কারণে নাজমুল নিজেই মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি ছুড়ে আত্মহত্যা করেন বলে কুষ্টিয়া পুলিশ সুপার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান। এদিকে আত্মহত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ মোট দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হতাশায় দিশাহারা হয়ে নাজমুল আত্মহত্যা করেন। তবে ঠিক কি কারণে তাকে হতাশা পিছু ধাওয়া করছিল সে বিষয়ে পুলিশ কিংবা তার পরিবারের সদস্যরা সুনির্দিষ্ট কোন কিছু জানাতে পারেনি। আত্মহত্যায় ব্যবহৃত ওয়ান শূটার গান ছাড়াও আরও ১টি পিস্তল উদ্ধার করা হয় বলে সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম মেহেদী হাসানের সঙ্গে নিহত নাজমুলের পিতা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের পার্শ¦বর্তী হাটশ হারিপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সদ্য বিবাহিত নাজমুল হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
×