ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাফুফের লটারির ড্র সম্পন্ন

বাফুফের আয় সাড়ে পাঁচ কোটি টাকা

প্রকাশিত: ০৭:১৩, ২৭ মে ২০১৮

বাফুফের আয় সাড়ে পাঁচ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের উন্নয়নে তহবিল সংগ্রহের জন্য দ্বিতীয় বারের মতো লটারির আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ১৩ মার্চ বাফুফে ভবনে লটারির উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ২০ টাকা মূল্যের এই লটারির প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা। লটারি থেকে সংগৃহীত ফান্ড দেশের ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। গত ৫ মে লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে লটারি বিক্রির সময় ২৬ মে পর্যন্ত বর্ধিত করে বাফুফে। শনিবার বাফুফে ভবনে লটারির ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরন্নবী, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, যুগ্মসচিব (প্রশাসন, অর্থ বিভাগ) নজরুল ইসলাম, উপ-সচিব (অভ্যন্তরীণ অর্থ বিভাগ) হামিদুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং বাফুফে জাতীয় লটারির প্রকল্প পরিচালক আলম কবির। ড্র অনুষ্ঠানের শুরুতে বাফুফে কর্তৃক প্রদত্ত বিক্রীত ও অবিক্রীত টিকেটের তালিকা পর্যালোচনা করে দেখা যায় বিক্রি হয়েছে ২৮ লাখ টিকেটের বেশি। আর অবিক্রীত থেকে গেছে ৪৮ লাখ টিকেটেরও বেশি। তার মানে টিকেট বিক্রি থেকে এসেছে ৫ কোটি ৬০ লাখ টাকা। এবারের লটারিতে প্রথম পুরস্কার ৩০ লাখ টাকাসহ অর্ধ কোটি টাকার ৬২৪ পুরস্কার ছিল। প্রথম পুরস্কারটি বেছে নিতে গিয়ে তিন দফা ড্র হয়। প্রতিবারই টিকেটের নম্বরটি বাতিল হয়ে যায় অবিক্রীত থাকায়। চতুর্থবারে গিয়ে সফলতা আসে। এভাবে প্রতিটি পুরস্কার তুলতে গিয়ে এমনটা হয়েছে। ফলে প্রক্রিয়াটি শেষ হতে অনেক সময় লেগে যায়। প্রথম পুরস্কার ১টি, ৩০ লাখ টাকা। টিকেটের নম্বর : চ ৬৪১৮১০। দ্বিতীয় পুরস্কার ১টি, ৫ লাখ টাকা। টিকেটের নম্বর : ঙ ২৬৭৭৭৩। তৃতীয় পুরস্কার ১টি, ২ লাখ টাকা। টিকেটের নম্বর : ঘ ২৬১২৯৯।
×