ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

অংশুমান ভৌমিকের বঙ্গনাট্যের সন্ধানে গ্রন্থ বিষয়ক আলোচনা

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ মে ২০১৮

অংশুমান ভৌমিকের বঙ্গনাট্যের সন্ধানে গ্রন্থ বিষয়ক আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ কলকাতায় বসবাসকারী স্বনামধন্য লেখক অংশুমান ভৌমিক। থিয়েটার নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্ত আছেন গবেষণাধর্মী কাজে। বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এই লেখকের থিয়েটার বিষয়ক লেখা। সেই সুবাদে দুই বাংলায় খ্যাতি অর্জন করেছেন নাট্যতাত্ত্বিক হিসেবে। এবার বাংলাদেশ থেকে প্রকাশিত হলো এই নাট্যতাত্ত্বিকের থিয়েটার বিষয়ক নতুন গ্রন্থ ‘বঙ্গনাট্যের সন্ধানে’। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নাট্যচর্চার ধারা ও প্রবণতা সম্পর্কে নবীন দৃষ্টিভঙ্গিতে বইটিতে আলোকপাত করা হয়েছে। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। শুক্রবার বিকেলে লালমাটিয়ার বেঙ্গল বই প্রাঙ্গণে ‘আলাপে বিস্তারে’ শীর্ষক আয়োজনে গ্রন্থটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বই পড়ার ক্রমবর্ধমান চর্চা অব্যাহত রাখার প্রত্যয়ে বেঙ্গল বই আয়োজন করেছে আলাপে বিস্তারে শিরোনামে বইবিষয়ক এই নিয়মিত আলোচনাচক্র। শুক্রবার বঙ্গনাট্যের সন্ধানে গ্রন্থটি নিয়ে আলোচনা চক্রের চতুর্থপর্ব অনুষ্ঠিত হয়। বইটি নিয়ে আলোচনায় অংশ নেন নাট্যজন মামুনুর রশিদ ও নাট্য সমালোচক অধ্যাপক আবদুস সেলিম। অনুষ্ঠানের শুরুতে লেখক ও তার বইটি সম্পর্কে ভূমিকা বক্তব্য রাখেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। এছাড়া ‘বঙ্গনাট্যের সন্ধানে’ বইটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন লেখক অংশুমান ভৌমিক। অনুষ্ঠানে নাট্যজন রামেন্দু মজুমদার প্রেরিত শুভেচ্ছা বাণী পড়ে শোনান তার মেয়ে অভিনেত্রী ত্রপা মজুমদার। আলোচনায় বাংলাদেশের বর্তমান সময়ের মঞ্চনাটক এবং সংশ্লিষ্ট পরিবেশ নিয়ে আলোচনা করেন মামুনুর রশিদ। তিনি বলেন, যদি আমরা এখন নতুন কাজ না করতে পারি তাহলে আমাদের বর্তমান সময়ের নাটক হুমকির মুখে পড়বে। সেটা কারও জন্যই মঙ্গলজনক নয়। অধ্যাপক আবদুস সেলিম বলেন, অংশুমানের ২১টি প্রবন্ধের মধ্যে ৮টি প্রবন্ধই বাংলাদেশকে নিয়ে। এসব লেখার মাধ্যমে বাংলাদেশের প্রতি লেখকের তীব্র ভালবাসার প্রকাশ পায়। বাংলাদেশের প্রতি ভালবাসার পেছনের গল্প জানতে চাইলে লেখক অংশুমান ভৌমিক বলেন, অনেক বছর ধরে একটু একটু করে এই বন্ধনটা তৈরি হয়েছে। কারণ বাবা ছিল বরিশালের বাসিন্দা এবং বাড়িতে নিয়মিত থিয়েটার বিষয়ক নানারকম চর্চা হতো। মহিলা সমিতিতে নভেরা নাটকের মঞ্চায়ন ॥ দেশের প্রথম নারী ভাস্কর এবং শহীদ মিনারের অন্যতম রূপকার নভেরা আহমেদকে নিয়ে নির্মিত নাটক নভেরা। হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘নভেরা’ ও বেঙ্গল প্রকাশনীর ‘নভেরা আহমেদ’ বইটিসহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন, নিবন্ধ এবং নভেরার পরিচিতজনদের সাক্ষাতকারের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন সামিউন জাহান দোলা। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। রচনার পাশাপাশি প্রযোজনাটিতে একক অভিনয় করেছেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মী সামিউন জাহান দোলা। নাটকটি প্রযোজনা করেছে ধ্রুপদী এ্যাক্টিং এ্যান্ড ডিজাইন। শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকের প্রেক্ষাপট ১৯৪৫ সাল থেকে নভেরার মৃত্যুর আগ পর্যন্ত। নাটকের শুরুতে থাকবে একটি কবিতা। নাটকটি নিয়ে গবেষণায় সাহায্য করেছেন সুরভি রায়। বিশ্বভ্রমণের অভিজ্ঞতা ও মুক্তসংস্কৃতি চর্চার আবহ ফোটানোর ধারণায় নাটকে সঙ্গীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ।
×