ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ০৬:৪১, ২৫ মে ২০১৮

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিএনপি নেতা নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে বৃহস্পতিবার ধানের খড় শুকাতে গিয়ে ট্রেনের ধাক্কায় বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ নুরুল ইসলাম শেখ (৫৫)। তিনি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। নুরুল ইসলাম শেখ কালীগঞ্জ থানা বিএনপির সদস্য ও কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জহির আলী জানান, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামে বাড়ি সংলগ্ন আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলরুটের পাশে ধানের খড় শুকাতে যান নুরুল ইসলাম। এ সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ দিকে গাজীপুরের তারগাছ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক রিক্সাভ্যান চালক নিহত হয়েছে। নিহতের নাম আবুল হোসেন। সে শরিয়তপুর জেলার আব্দুর রশিদ মৃধার ছেলে। গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ জানান, গাজীপুরের দত্তপাড়া এলাকার টেকপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে ভ্যান চালিয়ে সংসার চালাত আবুল হোসেন। বৃহস্পতিবার দুপুরে এলাকায় সে রিক্সাভ্যান নিয়ে তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী স্কাই লাইন পরিবহনের একটি বাস ওই রিক্সা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রিক্সাভ্যান চালক আবুল হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাবনায় দুই স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা, পাবনা থেকে জানান, পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত অপর এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে, সদর উপজেলা টেবুনিয়া মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রাফাত হোসেন, দেবোত্তর কবি বন্দে আলী স্কুলের ছাত্র রোহান হোসেন। সে পাবনা সদর উপজেলার রাণী গ্রামের মৃত রাজু হোসেনের ছেলে। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাবনা থেকে নিশি অনন্য নামের একটি যাত্রীবাহী বাস চাটমোহরে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী স্কুল ছাত্রের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রুপম হোসেনকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহত রুপমের অবস্থা আশঙ্কাজনক। মাগুরায় আরোহী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, কাটখালীজগদল সড়কের সদর উপজেলার কাটাখালী নামকস্থানে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় সীমা আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । নিহত সীমা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের গ্রামের নাজমুল হাসানের স্ত্রী। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে । চট্টগ্রামে শ্রমিক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর খাতুনগঞ্জ এলাকায় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে খাতুনগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন মোঃ কামাল (৪০) নামের এক ব্যক্তি। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায়। নগরীর বাকলিয়ায় বসবাস করতেন এই ব্যক্তি। দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি অকুস্থলেই তিনি মারা যান। পেশায় তিনি একজন শ্রমিক। আড়াইহাজারে নারী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার উপজেলার রামচন্দ্রী এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক নারী (৫৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রী-আড়াইহাজার সড়কে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
×