ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সার্ক চলচ্চিত্র উৎসবে পাঁচ বাংলাদেশী ছবির প্রদর্শনী

প্রকাশিত: ০৪:৫৭, ২১ মে ২০১৮

সার্ক চলচ্চিত্র উৎসবে পাঁচ বাংলাদেশী  ছবির প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ কাল মঙ্গলবার থেকে শ্র্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হচ্ছে অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। সার্কভুক্ত দেশসমূহের চলচ্চিত্রে সাজানো এ উৎসবের আয়োজক সার্ক কালচারাল সেন্টার। কলম্বোর ন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য আয়োজনে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে উৎসবে প্রদর্শিত হবে ৫টি বাংলাদেশী চলচ্চিত্র। মনোনীত হওয়ার এসব ছবির মধ্যে উৎসবের দ্বিতীয় দিন ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সময় ৫টা ৫ মিনিটে দেখানো হবে আকরাম খান পরিচালিত ছবি ‘খাঁচা’। ২৪ তারিখ দুপুর ১টায় প্রদর্শিত হবে জসিম আহমেদ পরিচালিত ছবি ‘দাগ’। ২৫ তারিখ সকাল সাড়ে ১১টায় মাস্টার বিভাগে প্রদর্শিত হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’। ২৬ তারিখ সকাল ১০টায় প্রদর্শিত হবে মৃত্তিকা গুণ পরিচালিত চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলায়’। উৎসবের প্রতিযোগিতা বিভাগে সমাপনী চলচ্চিত্র হিসেবে ২৬ মে প্রদর্শিত হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক তৌকির আহমেদ নির্মিত ছবি ‘হালদা’। জনকণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন সার্ক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ অংশের যোগাযোগ সমন্বয়ক মনজরুল ইসলাম মেঘ। মনজুরুল ইসলাম মেঘ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে যোগ দেবেন দুই নির্মাতা তৌকির আহমেদ ও আকরাম খান। এ ধরনের উৎসবের মাধ্যমে সার্কভুক্ত দেশের চলচ্চিত্রের গতিবিধি যেমন বোঝা যায়, তেমনি নিজ দেশের চলচ্চিত্রের অবস্থানটিও উপলব্ধিও করা যায়। তিনি জানান, ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে এবারের শিডিউলে সার্কভুক্ত দেশসমূহ থেকে ২৬টি চলচ্চিত্র স্থান পেয়েছে। উৎসব আয়োজক কর্তৃপক্ষ চেষ্টা করছেন মনোনীত চলচ্চিত্রসমূহ প্রদর্শন করার। সেই ক্ষেত্র শিডিউলে চলচ্চিত্র সংখ্যা বাড়তে পারে। তখন বাংলাদেশী চলচ্চিত্র সমূহের সময়সূচীর পরিবর্তন হতে পারে। উল্লেখ্য. ২০১৭ সালের ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে মনোনীত চলচ্চিত্রসমূহের মধ্য থেকে তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরষ্কার অর্জন করেছিল। মুর্তজা বশীরের ‘হোমেজ টু মাই লেডি’ ॥ মুর্তজা বশীরের ছাপচিত্রের এক ব্যতিক্রমী আয়োজন শিল্পানুরাগীদের কাছে হাজির করেছে উত্তরার গ্যালারি কায়া। মুর্তজা বশীর তার স্ত্রী আমিনা বশীরকে নিয়ে ১২টি ড্রইং এঁকেছেন। সেই ১২ ড্রইংয়ের ছাপচিত্র নিয়ে ‘হোমেজ টু মাই লেডি’ এ শিরোনামে ফোলিও প্রকাশ করেছে গ্যালারিটি। প্রদর্শনীটির ১১টি ড্রইং বিভিন্ন সময়ে করা। তবে একটি ড্রইং আমিনা বশীরের মৃত্যুর পরে তার ছবি দেখে আঁকা। সম্প্রতি গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে শিল্পসংগ্রাহকদের সামনে এ ফোলিওটির মোড়ক উন্মোচন করা হয়। ফোলিওটির মোড়ক উন্মোচন করেন শিল্পী মুর্তজা বশীর। এ সময় গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বলেন, ফোলিওটির প্রতিটি ছাপচিত্র শিল্পীর স্বাক্ষর করেছে। এ ফোলিওটির মাত্র ৩০টি এডিশন করা হয়েছে। পরেও এর কোন সংস্করণ বের হবে না। শিল্প সংগ্রাহকদের কাছে এই ফোলিওটি আকষর্ণীয় হবে বলে আমার বিশ^াস। ফোলিওগুলি সংগ্রহ করতে হলে উত্তরার গ্যালারি কায়ায় যোগাযোগ করতে হবে।
×