ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য নিয়ে অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৭:৪৯, ২০ মে ২০১৮

বিশ্বসাহিত্য নিয়ে অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’ প্রচার হবে আজ বেলা ২-৪০ মিনিটে। ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অনুষ্ঠানটি পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা করেছেন মারুফ রায়হান। অনুষ্ঠানের এবারের বিষয় আফ্রিকান সাহিত্য ও ফিলিস্তিনি গান। আফ্রিকার আধুনিক কথাসাহিত্যের জনক চিনুয়া আচেবে ‘থিংস ফল এপার্ট’ উপন্যাসটির জন্যে ম্যানবুকার পান ২০০৭ সালে। আচেবে অবশ্য ‘এ্যারো অব গড’-কে তাঁর সেরা কাজ মনে করেন, যেটার অনুবাদগ্রন্থ বেরোয় ‘দেবতার ধনুর্বাণ’ নামে উপন্যাসটির প্রথম প্রকাশের পঞ্চাশ বছর পূর্তিকালে। বিশিষ্ট অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এটি অনুবাদ করেন। ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানে তিনি আফ্রিকান সাহিত্য ও চিনুয়া আচেবের উপন্যাসগুলো নিয়ে আলোচনার পাশাপাশি ধরন, শৈলী ও ঘরানার বিচারে চিনুয়ার উপন্যাসের সমগোত্রীয় বাংলা উপন্যাস নিয়েও কথা বলেন। অনুষ্ঠানে আরও থাকছে ‘থিংস ফল এপার্ট’ নিয়ে চিনুয়ার বিশেষ বক্তব্য এবং উপন্যাসটি নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ। সমকাল মহাকাল পর্বে আছে অকালপ্রয়াত মার্কিন কবি সিলভিয়া প্লাথের স্বকণ্ঠে আবৃত্তি, সেইসঙ্গে অনূদিত কবিতার আবৃত্তি। চরণচিত্রণ পর্বে নিজ শিল্পজগৎ এবং আন্তর্জাতিক কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে থাকছে ফিলিস্তিনী গান, যেখানে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের ওপর নিপীড়ন ও তার প্রতিবাদী রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
×