ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে র‌্যাবের জালে প্রতারক ভুট্টো

প্রকাশিত: ০৪:২২, ১৯ মে ২০১৮

বরিশালে র‌্যাবের জালে প্রতারক ভুট্টো

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গ্রামের অসহায় ও দরিদ্রদের ঘরবাড়ি ও গভীর নলকূপ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে বৃহস্পতিবার রাতে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠি গ্রাম থেকে আটককৃত দেলোয়ার হোসেন ভুট্টো ওই গ্রামের মৃত আক্তার আলী ওরফে আক্কেল আলীর পুত্র ও উপজেলার মুন্সিরতালুক আলিয়া মাদরাসার সুপার। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানান, দেলোয়ার হোসেন ভুট্টো ২০১৬ সালে অসহায় ও দরিদ্র মানুষকে ঘরবাড়ি ও গভীর নলকূপ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেন। সম্প্রতি দেলোয়ার হোসেন ভুট্টো নিজ বাড়িতে ফিরে আসার পর গত ৮ মে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা করেন এনজিওকর্মী সোহেলী রহমান। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে গ্রেফতার করেন।
×