ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোকচিত্রে পুরান ঢাকার যাপিতজীবন ও স্থাপত্য

প্রকাশিত: ০৫:৫০, ১৪ মে ২০১৮

আলোকচিত্রে পুরান ঢাকার যাপিতজীবন ও  স্থাপত্য

স্টাফ রিপোর্টার ॥ এক আয়োজনে উপস্থাপিত হয়েছে পুরান ঢাকার মানুষের জীবন এবং সেই অঞ্চলের ঐতিহ্যবাহী স্থাপনা। আলোকচিত্রে দৃশ্যমান হয়েছে জীবনের কথন ও স্থাপত্যশৈলী। পুরান ঢাকায় বসবাসকারী ১৫টি পেশার মানুষের জীবনের জীবন-জীবিকা মেলে ধরা ছবিগুলো ফ্রেমবন্দী করেছেন জার্মানির আলোকচিত্রী গিডো ভারনার। গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের আমন্ত্রণে এসে পুরান ঢাকা চষে বেড়িয়েছেন। ক্যামেরাবন্দী করেছেন বিউটি লাচ্ছির কারিগর রিক্সাচালক, রিক্সার মিস্ত্রি, ভাঙ্গারি বিক্রেতা, সুইপার, পেপার বিক্রি করা হকার থেকে ভাত বিক্রেতার জীবনচিত্র। অন্যদিকে আরবান স্টাডি গ্রুপের আয়োজনে পুরান ঢাকার স্থাপত্যকলা সংরক্ষণের তাগিদে সাজানো হয়েছে ওই অঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনার ছবি। এই দুই প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে বাংলাবাজার হেমেন্দ্র দাস সড়কের ৬০ নম্বর বাড়িতে চলছে এই প্রদর্শনী। ইতোমধ্যে প্রদর্শনীটি নজর কেড়েছে ওই অঞ্চলের শিল্পরসিকদের। গিডো ভারনারের তোলা ছবি দিয়ে সাজানো প্রদর্শনীটির শিরোনাম দেয়া হয়েছে ‘পুরান ঢাকার আত্মজীবনী’। এই আলোকচিত্রীর ছবিগুলো বলেছে পুরান ঢাকার যাপিত-জীবনের কথা। উঠে এসেছে জীবিকার অন্বেষণে নিয়োজিত নানা পেশার মানুষের মুখচ্ছবি। জীবনের সঙ্গে যুক্ত হয়েছে তাদের জীবিকার বয়ান। অন্যদিকে আলোকচিত্রে সজ্জিত আরবান স্টাডি গ্রুপের প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে সূত্রাপুর এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনের নক্সা। পুরান ঢাকার অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছে ছবিগুলো। শুক্রবার সূচনা হওয়া প্রদর্শনীটির শেষ দিন আজ সোমবার। বেলা ১২টা থেকে রাত ৯টা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ছড়াপাঠ ও গানের আসর ‘আমি ও মা‘ ॥ গানের সুরে, কবিতার ছন্দে ও ছড়াপাঠের আনন্দময়তায় জননীর প্রতি নিবেদিত হলো ভালবাসা। বক্তার আলোচনায় উঠে এলো জন্মদাত্রীর প্রতি সন্তানের আমৃত্যু ঋণের কথা। বিশ্ব মা দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো এ আয়োজন। মা ও সন্তানের চিরায়ত আবেগের প্রতিধ্বনিতে স্নিগ্ধতার পরশ ছড়িয়েছে ছড়াপাঠ ও কবিতার শিল্পিত উচ্চারণ। রবিবার বৈশাখী সন্ধ্যায় ‘আমি ও মা’ শিরোনামের অনুষ্ঠানটির আয়োজন করে ম্যাক্সপোজার লিমিটেড। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি কাজী রোজী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত এবং বীর মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার হাসান। স্বাগত বক্তৃতা রাখেন আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ রেজা।
×