ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জামিন পেলেন ৪ জুন পর্যন্ত

প্রকাশিত: ০৫:৫৫, ১১ মে ২০১৮

খালেদা জামিন পেলেন ৪ জুন পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং কাজী কামালের পর আরেক দ-িত আসামি ব্যবসায়ী শরফুদ্দিনের আপীল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের দেয়া অর্থদ- স্থগিত করে আপীলটি খালেদা জিয়ার আপীলের সঙ্গেই শুনানি হবে বলে আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। রাজধানীর বক্সীবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। বৃহস্পতিবার রাজধানীর বক্সীবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, ‘খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৪ জুন পর্যন্ত খালেদার জামিন মঞ্জুর করেন। শরফুদ্দিনের আপীল ॥ অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং কাজী কামালের পর আরেক দ-িত আসামি ব্যবসায়ী শরফুদ্দিনের আপীল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের দেয়া অর্থদ- স্থগিত করে আপীলটি খালেদা জিয়ার আপীলের সঙ্গেই শুনানি হবে বলে আদেশ দেয়া হয়েছে।
×