ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গলাচিপায় স্কুল কমিটির নির্বাচনে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১৫

প্রকাশিত: ০৪:৪৬, ১১ মে ২০১৮

গলাচিপায় স্কুল কমিটির নির্বাচনে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য পদের নির্বাচন কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকারীরা সকলেই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহর অনুসারী। সংঘর্ষে পুলিশের চারজন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে। পুলিশ শাহীন শাহকে নিজেদের হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির চারটি সদস্য পদের জন্য সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ১১৩০ জন। ভোটগ্রহণ শুরুর আগ থেকেই পুলিশ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিল। বেলা এগারোটার দিকে পুলিশ ভোট কেন্দ্রের বুথের অভ্যন্তর থেকে বহিরাগতদের বের করার উদ্যোগ নেয়। এ সময় বুথে একজন প্রার্থীর সমর্থক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ অবস্থান করছিলেন। পুলিশ তাকে বুথের বাইরে যাওয়ার অনুরোধ করে। আরও দুই প্রার্থী কেন্দ্রের মধ্যে অবস্থান করে প্রচার করছে মর্মে শাহীন শাহ প্রশ্ন তুললে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় শাহীন শাহর কয়েকজন অনুসারীও পুলিশের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়ে। যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল ছোড়া হয়। এতে গলাচিপা থানা পুলিশের ওসি (তদন্ত) সাইদুল ইসলাম, এএসআই বিশ্বজিত কু-ু, পুলিশ কনস্টেবল মোঃ আসাদ, মহিলা পুলিশ সদস্য মেহেনুমা, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, মিল্টন, নোমান, সেলিনা, ইমতিয়াজ, মারুফ, মিলন, আল-আমীন, রিপন প্যাদা, সুহাদ আহত হন। এর মধ্যে মারাত্মক আহত বিশ্বজিত কু-ুকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ৬ জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে ও লাঠিচার্জ করে। পুলিশের সঙ্গে এ সংঘর্ষের সময়ে স্কুল চত্ব¡রসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত ১৫ মিনিট ধরে সংঘর্ষ চলে। পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ সাত রাউন্ড গুলি ছুড়েছে।
×