ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলায় যোগ দিল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ১০ মে ২০১৮

জাপানে বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলায় যোগ দিল বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ জাপানের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। টোকিওর বিগ সাইটে মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলাটি আগামী ১১ মে পর্যন্ত চলবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা দেশটির আইটি উইকে অংশগ্রহণ করছেন। বুধবার জাপানের টোকিও দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এশিয়ার তথ্য-প্রযুক্তিবিদদের জন্য জাপান আইটি উইক এক অনন্য প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশের আইটি প্রফেসনাল ও ব্যবসায়ীরা নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসা চালু করার সুযোগ পাচ্ছেন। ২০১৫ সাল থেকে জাপানের আইটি মেলায় নিয়মিত অংশগ্রহণ করছে বাংলাদেশ। জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে মেলায় অংশগ্রহণে সহযোগিতা করেছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)। মেলায় বিভিন্ন দেশের তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল ও বুথের পাশাপাশি বাংলাদেশের ১৬ টি আইটি প্রতিষ্ঠান তাদের তথ্য-প্রযুক্তি ও সেবা প্রদর্শন করছে। এছাড়া বুথ ভিত্তিক আলোচনা ও সেমিনারের ব্যবস্থাও রয়েছে এবারের মেলায়। মেলার শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ থেকে যাওয়া প্রযুক্তিবিদদের সঙ্গে কথা বলেন। মেলায় অংশগ্রহণ করার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান এবং দূতাবাস থেকে তাদের প্রয়োজনীয় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় আইসিটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর বিশ্বে তৃতীয় বৃহৎ জাপান আইটি মেলা তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও যোগ্যতা প্রদর্শনের অপার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ীরা মনে করছেন, জাপানে দিন দিন তথ্যপ্রযুক্তির বাজার বড় হওয়ায় মেলায় বাংলাদেশের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। মেলাটি জাপান-বাংলাদেশ আইটি সম্পর্ক গভীর করতে সহযোগিতা করার পাশাপাশি বাংলাদেশে জাপানী কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এমনকি প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগে উৎসাহ যোগাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
×