ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগ

রাইটার্স ফেস্টিভ্যাল থেকে সরে গেলেন জুনট ডিয়াজ

প্রকাশিত: ০৬:৪০, ৬ মে ২০১৮

রাইটার্স ফেস্টিভ্যাল থেকে সরে গেলেন জুনট ডিয়াজ

পুলিৎজার জয়ী লেখক জুনট ডিয়াজ সিডনি রাইটার্স ফেস্টিভ্যাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি ওই ফেস্টিভ্যাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এক মাস আগেই প্রকাশ পেয়েছিল যে ডিয়াজ নিজেও শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। গার্ডিয়ান। লেখক জিনজি ক্লেমনস টুইটারে ডিয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। ক্লেমনস দাবি করেন সাহিত্য উৎসব চলাকালে ডিয়াজ তাকে যৌন হেনস্থা করেন। এর একদিন পর ডিয়াজ অনুষ্ঠান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। ক্লেমনস টুইটারে লেখেন, ‘একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে আমি ডিয়াজকে সাহিত্য সম্মেলনে প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তিনি আমাকে এক কোনায় নিয়ে জোরপূর্বক আমাকে চুম্বন করেন। আমি এ বিষয়ে নীরব থাকতে চাই না। বিষয়টি আমি অনেককে জানিয়েছি।’ এরপর ডিয়াজ আমাকে অনেকবার ই-মেইল করেছেন। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ শনিবার এই বিষয়টি অবহিত করেছে যে, ডিয়াজ ওই ফেস্টিভ্যালের বাকি সেশনগুলো থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি এদিন সিডনি ছেড়ে ক্যারিবীয় অঞ্চলে নিজ দেশের দিকে রওনা করেন। শনিবার দুপুরের ‘পলিটিক্স অব এমপেথি’ নামে অধিবেশনটি বাতিল করা হয়েছে। সিডনি রাইটার্স ফেস্টিভ্যাল লেখকদের একটি প্ল্যাটফর্ম, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে লেখকরা সেখানে মতবিনিময় করে থাকেন। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘এসব মতবিনিময় ও আলোচনা নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশে হোক এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ শুক্রবার রাতে ক্লেমনস টুইটারে ডিয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর আরও দু’জন নারী ডিয়াজের কাছে হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছেন। এদের একজন হলেন ২০১৭ সালের ন্যাশনাল বুক এ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী কারমান মারিয়া মাচাডো। তিনি টুইটারে লেখেন, ‘নারীদের সঙ্গে তার অমার্জিত আচরণ নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম। তিনি প্রায় ২০ মিনিট আমার সঙ্গে ঝগড়া করেন।’ নিজের টুইটে মাচাডো লেখেন, ‘ডিয়াজ নারীদের সঙ্গে রুঢ় আচরণ করে থাকেন।’ ডিয়াজের নারীবিরোধী কর্মকা- নিয়ে মাচাডো অনেক টুইট করেন। অপর অভিযোগকারী মনিকা বায়ার্ন শুক্রবার ফেসবুকে লেখেন, ২০১৪ সালে ওই ফেস্টিভ্যালে তিনি ডিয়াজের কাছ থেকে মৌখিক যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। এ ধরনের অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি তিনি কখনও হননি বলে জানান। বায়ার্ন নিজেও একজন পুলিৎজার জয়ী। ২০০৮ সালে তার লেখা ‘দ্য ব্রিফ ওয়ান্ডারার্স অস্কার ওয়াও’ বইটি পুলিৎজার জেতে। এদিকে শুক্রবার ডিয়াজ এক বিবৃতিতে নিজের অতীত কর্মকা-ের কথা স্বীকার করে বলেছেন ভুল বোঝাবুঝি নিরসনের জন্য নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো দরকার।
×