ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩ পুলিশসহ আহত ২০

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনকারী- গ্রামবাসী সংঘর্ষ

প্রকাশিত: ০৫:২৪, ৩ মে ২০১৮

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে  মাদক সেবনকারী- গ্রামবাসী সংঘর্ষ

চট্টগ্রাম অফিস/ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের বিশজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। ঘটনার পর পরই এলাকায় অতিরিক্ত পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয়েছে। কিন্তু উত্তেজনা প্রশমিত হয়নি। মঙ্গলবার গভীর রাতে (অনুমান ১টার দিকে) উখিয়ার থাইনখালি তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে একদল মাদক সেবনকারীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। একশ্রেণীর রোহিঙ্গা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকাসক্ত। রাতে তানজিমারখোলা ক্যাম্পে একদল রোহিঙ্গা জোড়বেধে মাদক সেবন করছিল। এ ঘটনার খবর পেয়ে স্থানীয়দের পক্ষে এর প্রতিবাদ জানানো হয়। পুলিশকে খবর দেয়া হয়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে। এ সময় রোহিঙ্গারা একজোট হয়ে গ্রামবাসী ও পুলিশের ওপর হামলা চালায়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জনকণ্ঠকে জানান, মাদক সেবী রোহিঙ্গা ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষ থামাতে ৩ পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এদিকে, গ্রামবাসীর ওপর রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলার খবর ছড়িয়ে পড়লে এর বিস্তৃতি ঘটতে যাচ্ছিল। কিন্তু সশস্ত্র পুলিশের উপস্থিতি এবং পরে র‌্যাব মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে উত্তেজনা এখনও বিরাজ করছে। প্রসঙ্গত, মিয়ানমারে উৎপাদিত ইয়াবা বাংলাদেশে আসে প্রধানত রোহিঙ্গাদের মাধ্যমে। অধিকাংশ রোহিঙ্গা অর্থলোভে ইয়াবার ক্যারিয়ার হিসেবে কাজ করে আসছে। প্রতিনিয়ত ধরাও পড়ছে। এমন কোন দিন নেই উখিয়া, টেকনাফসহ কক্সবাজার অঞ্চলে ইয়াবার চালান ধরা পড়ছে না। আবার ফাঁকফোকর গলে দেশের বিভিন্ন স্থানেও ইয়াবার চালান পৌঁছে যাচ্ছে। ইয়াবার চালানের ক্যারিয়ার হিসেবে কাজ করতে গিয়ে বহু রোহিঙ্গা এখন ইয়াবা আসক্ত। মিয়ানমারে উৎপাদিত মরণনেশার ইয়াবার বড় অংশ বাংলাদেশেই আসছে বছরের পর বছর ধরে। দেশের যুব সমাজের বড় একটি অংশ এই ইয়াবাতেই আসক্ত।
×