ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েটে বাসচালক খুনের নেপথ্যে ৪ লাখ টাকা!

প্রকাশিত: ০৪:০৬, ৩০ এপ্রিল ২০১৮

 রুয়েটে বাসচালক  খুনের নেপথ্যে  ৪ লাখ টাকা!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ স্থানীয়ভাবে মারামারির একটি ঘটনা মীমাংসা করে দেয়ার জন্য চার লাখ টাকা দাবি করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালামকে হত্যা করা হয়। এতে অংশ নেন পাঁচজন। এ হত্যাকা-ে জড়িত পলাশ নামের এক যুবক আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম। তিনি জানান, ‘পলাশ নগরের কাজলা এলাকার তজিবর রহমানের ছেলে। শুক্রবার রাতে কাজলা এলাকা থেকে পলাশকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে বিচারক সাইফুল ইসলাম পলাশের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেন। জবানবন্দীর বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মাহবুব জানান, ‘গত বছরের ২২ ডিসেম্বর রাজশাহী নগরীর কাজলা এলাকার মাহিম নামের এক যুবককে পিটিয়ে জখম করে পলাশসহ তার কয়েক বন্ধু। এ ঘটনায় পলাশসহ পাঁচজনকে আসামি করে মতিহার থানায় একটি মামলা দায়ের করে মাহিম। ওই মারামারি মামলার মীমাংসার মধ্যস্থতাকারী ছিলেন রুয়েটের বাসচালক সালাম। তবে আব্দুস সালাম ওই মামলা মীমাংসার জন্য ৪ লাখ টাকা পলাশদের কাছে দাবি করে। সে টাকা না দেয়ার কারণে মামলাটি মীমাংসা হয়নি। এজন্য সালামকে দায়ী করে তার ওপর ক্ষুব্ধ হয় পলাশসহ মামলার পাঁচ আসামি। এর জের ধরে তারা পরিকল্পিতভাবে সালামকে হত্যা করে।
×