ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আমতলী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

প্রকাশিত: ০৪:০৫, ৩০ এপ্রিল ২০১৮

আমতলী সাব-রেজিস্ট্রারের  বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৯ এপ্রিল ॥ আমতলী উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুমের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল মীর নামের এক ব্যক্তি। রবিবার বেলা সাড়ে ১১টায় আমতলী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন। তিনি লিখিত অভিযোগ করে বলেন, গত ২৮ মার্চ আমতলী সাব-রেজিস্ট্রি অফিসে মোঃ শহীদুল মীর ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার কাছে পাওয়ার গ্রহীতা হিসেবে পাওয়ার অব এ্যাটর্নি (আমমোক্তারনামা) করার জন্য কাগজপত্র ও স্টাম্প জমা দেই। ওই পাওয়ার অব এ্যাটর্নি সম্পাদনের জন্য অফিসের সহকারী ফিস মার্ক করে সাব-রেজিস্ট্রারের কাজে জমা দেই। ওই সময় উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাসুম পাওয়ার অব এ্যাটর্নির কাগজপত্র জমা নিয়ে আমার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি এ টাকা দিতে অস্বীকার করায় তিনি পাওয়ার অব এ্যাটর্নি সম্পাদন না করে কাগজ ছুড়ে ফেলে দেন এবং আমার সঙ্গে অসাধাচারণ করে। এ ঘটনায় আমি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধাকে জানাই। আমার কাছে ঘুষ দাবির ঘটনার পর আমি তার কাছে কয়েকদিন গিয়েছি কিন্তু তিনি আমাকে সাফ জানিয়ে দেন তার দাবিকৃত টাকা না দিলে সে পাওয়ার অব এ্যাটর্নি রেজিস্ট্রি করবেন না। তিনি আরও বলেন, এ সাব-রেজিস্ট্রার মোঃ মাসুম আমতলীতে আসার পরে সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তার অফিসে ১.৫% না দিলে কোন দলিল সম্পাদন করেন না। দলিল লেখকরা তার চাহিদামতো ১.৫% টাকা দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আমি উপায় না পেয়ে এ সকল ঘটনার অভিযোগ এনে গত ২৫ এপ্রিল উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাসুমের বিরুদ্ধে লিগ্যাল নোটিস পাঠাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা বলেন, শহীদুল মীরের সঙ্গে খারাপ আচরণ ও ঘুষ দাবির ঘটনা সে (শহীদুল মীর) আমাকে তাৎক্ষনিক জানায়। আমি এ বিষয় নিয়ে সাব-রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করলে তিনি জানিয়ে দেন শহীদুল মীরের কাছে যা বলেছি ওই অনুসারে পাওয়ার অব এ্যাটর্নির কাজ হবে, নইলে না। আমতলী উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাসুম মুঠোফোনে ঘুষ দাবি কথা অস্বীকার করে বলেন, সঠিক কাগজপত্র না থাকায় আমি ওই পাওয়ার অব এ্যাটর্নি রেজিস্ট্রি করিনি।
×