ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ ভার্সিটিতে কর্মশালা

প্রকাশিত: ০৫:১৯, ২৭ এপ্রিল ২০১৮

নর্থ সাউথ ভার্সিটিতে কর্মশালা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) গ্রন্থাগার এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অফিসের যৌথ উদ্যোগে গত ২৪ এপ্রিল ২০১৮ (মঙ্গলবার) এনএসইউ মিলনায়তনে গবেষণা বিষয়ক এ্যাবস্ট্রাক্ট ডেটাবেজ স্কোপাস ও সাইটেশন টুল মেন্ডেল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান এবং বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী উপস্থিত শিক্ষকদের প্রতি গবেষণা কর্মে আরও মনোনিবেশ করার আহ্বান জানান, যাতে করে এনএসইউ দেশে ও বিদেশে গবেষণায় উচ্চতর স্থান ধরে রাখতে পারে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক ড. মোঃ জাহিদ হোসেন শোয়েব কর্মশালায় প্রারম্ভিক বক্তব্যে গবেষণার জন্য স্কোপাস ও মেন্ডেলের কার্যপদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×