ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসচালককে হত্যা

রুয়েটে কর্মবিরতি বিক্ষোভ ॥ খুনীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:০২, ২৫ এপ্রিল ২০১৮

রুয়েটে কর্মবিরতি বিক্ষোভ ॥ খুনীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক গাড়িচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুয়েট ক্যাম্পাসের ভেতরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম আবদুস সালাম (৫৫)। তিনি রাজশাহী মহানগরীর ইসলামপুর দেবিশিংপাড়া মহল্লার মৃত কোবাদ আলী ম-লের ছেলে। আবদুস সালাম রুয়েটের বাস চালাতেন। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েকে নিয়ে রুয়েট কোয়ার্টারে থাকতেন। রাতে তিনি বাইসাইকেল চালিয়ে কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। কোয়ার্টার থেকে মাত্র ১০০ গজ দূরে অগ্রণী স্কুল এ্যান্ড কলেজের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় নৈশপ্রহরীরা আবদুস সালামের চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। এদিকে বাসচালক আবদুস সালামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কর্মবিরতি করে বিক্ষোভ করেছে কর্মচারীরা। এতে বিশ^বিদ্যালয়ের সকল যানবাহনসহ প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল বের করে রুয়েট কর্মচারীরা। এ সময় তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এ সময় তারা খুনীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এরপরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেয় কর্মচারীরা। এ সময় তারা ভিসির অপসারণ দাবি করে সেøাগান দেয়। কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে। কর্মচারীদের বিক্ষোভে অংশ নিয়ে তারা সংহতি প্রকাশ করেন এবং ঘটনার নিন্দা ও শোক প্রকাশ করেন। তাদের প্রতিবাদ বিক্ষোভে সমর্থন দেন উপাচার্যও। কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা বলেন, বাসচালক আবদুুস সালামের খুনীদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এ সময় পার হলে লাগাতার কর্মবিরতি ঘোষণা দেবেন তারা। খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সে কর্মবিরতি চালানোর হুঁশিয়ারি দেন তারা। মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, বাসচালক হত্যাকা-ের ঘটনায় নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মঙ্গলবার সকালে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
×