ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

রণদা প্রসাদ হত্যা মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সূচনা বক্তব্য ২৯ মে

প্রকাশিত: ০৪:৫২, ২৩ এপ্রিল ২০১৮

রণদা প্রসাদ হত্যা মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সূচনা বক্তব্য ২৯ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলায় অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করার জন্য ২৯ মে দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওই দিন প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হবে। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউটর রানাদাশ গুপ্ত জানান, প্রসিকিউশন সূচনা বক্তব্যের জন্য এবং সাক্ষী প্রতিভা মুৎসুদ্দিকে জবানবন্দি প্রদানের জন্য প্রস্তুত রেখেছিলেন। এ সময় ফরমাল চার্জের একটি শব্দ রিভিউয়ের আবেদন করা হয়। ফরমাল চার্জে বাইমহাটি স্থলে মির্জাপুর হবে। এ সময় ট্রাইব্যুনাল জানান বিষয়টি ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ বেঞ্চেই শুনানি হবে। এরপর উপরোক্ত আদেশ প্রদান করা হয়। এর আগে ২৮ মার্চ দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলায় অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও গণহত্যার মতো তিনটি অপরাধের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে, মামলায় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার জন্য ২২ এপ্রিল দিন ঠিক করা হয়। এ দিনই মামলায় ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করার কথা ছিল।
×