ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেরিন সিটির দখলে থাকা সরকারী ৭ বিঘা জমি উদ্ধার

প্রকাশিত: ০৪:১৫, ২৩ এপ্রিল ২০১৮

 মেরিন সিটির দখলে থাকা সরকারী ৭ বিঘা জমি  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিননাল, বঈলদা ও নোয়াগাঁও মৌজার জিন্দা ও নোয়াগাঁও এলাকায় মেরিন সিটি নামের আবাসন প্রকল্পের অবৈধভাবে কৃষিজমি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। গত ৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে অবৈধ বালু ভরাট বন্ধসহ সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেন তিনি। ওই সময় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানকে সরকারী জমি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন করার নির্দেশ দেয়া হয়। ১৮ দিন পর মেরিন সিটির অবৈধভাবে জবরদখল করা ৭ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। রবিবার সকালে সরকারী জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ কর্মকর্তাদের সহযোগিতা পেয়ে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসনকে। ইউএনও জানান, সরকারী ভাগ্যবতি খাল, সরকারী জমি, স্থানীয় কৃষকদের জমি না কিনে জবরদখল ও কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাটসহ নানা অভিযোগ পাওয়া যায় মেরিন সিটির বিরুদ্ধে। এছাড়া এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে স্থানীয় লোকজন ও কৃষকরা অভিযোগ করেন। পরে তারা সরেজমিনে গিয়ে কোন প্রকার অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাট, ভাগ্যবতি খাল ভরাট, সরকারী জমি জবরদখল, কৃষকদের জমি না কিনে জোরপূর্বক জবরদখলের বিষয়টির সত্যতা পান। পরে তিনি কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট বন্ধসহ সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। এছাড়া ভুক্তভোগী কৃষকদের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়। এক সপ্তাহ আগে সরকারী জমিতে সাইনবোর্ড স্থাপন করলে মেরিন সিটির লোকজন তা ফেলে দেয়।
×