ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিপূরণ পায়নি এমন কেউ নেই ॥ বিজিএমইএ সভাপতি

প্রকাশিত: ০৬:০১, ২২ এপ্রিল ২০১৮

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিপূরণ পায়নি এমন কেউ নেই ॥ বিজিএমইএ সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিপূরণ পায়নি এমন কেউ নেই। আমাদের তহবিলে টাকা আছে কিন্তু কেউ নিতে আসে না। এর অর্থ দুর্ঘটনায় সবাই ক্ষতিপূরণ পেয়েছে। শনিবার বিজিএমইএ ভবনে রানা প্লাজা দুর্ঘটনার পাঁচ বছর পূর্তি সামনে রেখে এ সংবাদ সম্মেলন করা হয়। বিজিএমইএর সভাপতি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার ৫ বছর হয়েছে। এখনও যারা ক্ষতিপূরণ দাবি করেননি আমার মনে হয় তারা কেউ আসবেন না। যারা দাবি করেছে তারা সবাই ক্ষতিপূরণ পেয়েছে। এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত কোন শ্রমিক বলতে পারবে না যে তারা ক্ষতিপূরণ পায়নি। রানা প্লাজা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছিল। এ ফান্ড থেকে ২৪০ কোটি টাকা রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। এখনও টাকা রয়েছে কিন্তু কেউ নিতে আসে না। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই দুর্ঘটনা হয়। কিন্তু সেটা নিয়ে রানা প্লাজার মতো এত বেশি প্রোপাগান্ডা হয় না। এত অপপ্রচারের মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন সবুজ শিল্পায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। লিড সার্টিফাইড ১০টি কারখানার মধ্যে ৭টি কারখানাই বাংলাদেশের। তিনি বলেন, আমরা রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানাগুলো অনেক সংস্কার করেছি। এখন বিশ্বের যে কোন দেশের তুলনায় আমাদের কারখানাগুলো নিরাপদ। ফলে এ খাতে আমাদের রফতানি প্রবৃদ্ধি বাড়ছে। গত বছর দুই শতাংশ প্রবৃদ্ধি ছিল, এ বছর সেটা ১১ শতাংশ হয়েছে। সিদ্দিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার ১১৩৮ জন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। দুই হাজার জনের বেশি আহত হয়।
×