ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১ এপ্রিল দ্বিতীয় নিউট্রিশন অলিম্পিয়াড

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ এপ্রিল ২০১৮

২১ এপ্রিল দ্বিতীয় নিউট্রিশন অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার ॥ নব্বই দশকের মাঝামাঝি থেকে বর্তমান সময়ে শিশু অপুষ্টির প্রকোপ এক তৃতীয়াংশ কমেছে। কিন্তু বাংলাদেশে অপুষ্টিতে ভোগা ৩৬ শতাংশ শিশু নিয়ে দীর্ঘস্থায়ী অপুষ্টির মাত্রা এখনও অনেক বেশি। রক্তস্বল্পতার মতো বিকাশরোধী এবং মাইক্রোনিউট্রেন্টের অপুষ্টিজনিত রোগ কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যগত উদ্বেগের একটি বড় কারণ। বিশেষত শহুরে এলাকায় শঙ্কাজনক হারে স্থূ’লতা বৃদ্ধি পাচ্ছে, যা নন-কমিউনিকেবল ডিজিস রোগের ঝুঁকি বাড়ায়। তাৎক্ষণিক কঠোর পদক্ষেপের অভাবে বাংলাদেশে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নির্ধারিত জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কর্মসূচী ব্যাহত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। লক্ষ্যমাত্রা যাতে ব্যাহত না হয় সেজন্য অপুষ্টি মোকাবেলায় নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। এরই অংশ হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহের সূচনামূলক অনুষ্ঠান হিসেবে আগামী ২১ এপ্রিল দ্বিতীয় বারের মতো হতে যাচ্ছে নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০১৮। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ এপ্রিল সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হবে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- ফুড এ্যান্ড এ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের বাস্তবায়িত প্রোজেক্ট- মিটিং দি আন্ডারনিউট্রিশন চ্যালেঞ্জের চীফ টেকনিক্যাল এডভাইজার নাউকি মিনামিগুচি, নিউট্রেশন পলিসি এডভাইজ ডাঃ আব্দুল মান্নান, প্রোজেক্ট কো অর্ডিনেটর মাকি নোডা প্রমুখ। বাংলাদেশ ইনস্টিটউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের চীফ এক্সিকিউটিভ অফিসার (বিআইআইডি) শাহিদ উদ্দিন আকবর জানান, নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০১৮ হচ্ছে- তরুণ ও যুবসমাজের নিজ নিজ বিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের উন্নতি প্রদর্শনের বার্ষিক প্রতিযোগিতা এবং অপুষ্টি দূরীকরণ লক্ষ্যে খাদ্যাভাসের উন্নতি সাধনে নিজ জ্ঞান, মেধা ও প্রতিভা প্রতিষ্ঠা করার দ্বিতীয় পর্ব। শাহিদ উদ্দিন আরও বলেন, এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি সুস্থ জাতির জন্য যুবকের ক্ষমতায়ন এবং পুষ্টি’। এই একদিনের অনুষ্ঠানে পথনাটক, খাদ্য সাজানো প্রতিযোগিতা, রন্ধন প্রতিযোগিতা এবং বিভিন্ন বিনোদনমূলক ও আকর্ষণীয় কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। এছাড়াও অলিম্পিয়ার্ড জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়া ও বাস্তবায়নে যুব সমাজের কণ্ঠ তুলে আনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি বলেন, শিশুরা এখন স্মার্ট ফোন ব্যবহার করে। অনলাইনে থাকে। তাই পুষ্টিসম্পর্কিত গেম তৈরির পরিকল্পনা রয়েছে। নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০১৮-তে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক উপস্থিত থাকবেন। এছাড়া থাকবে প্রায় ৫’শ যুবক, সরকারী কর্মকর্তা, আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার প্রতিনিধিসহ সুশীল সমাজ, বেসরকারী খাত এবং একাডেমিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব।
×