ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এডিপির বাইরে অতিরিক্ত ১০ হাজার ৮৯৮ কোটি টাকা চায় বিদ্যুত বিভাগ

প্রকাশিত: ০৮:২১, ১৪ এপ্রিল ২০১৮

এডিপির বাইরে অতিরিক্ত ১০ হাজার ৮৯৮ কোটি টাকা চায় বিদ্যুত বিভাগ

রশিদ মামুন ॥ শতভাগ বিদ্যুতায়নের জন্য বার্ষিক উন্নয়ন বরাদ্দের (এডিপি) বাইরে বিদ্যুত বিভাগ ১০ হাজার ৮৯৮ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুত সরবরাহের লক্ষ্য বাস্তবায়ন করছে সরকার। এই সময়ের মধ্যে বিদ্যুত দিতে হলে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে হবে। বিদ্যুত বিভাগ বলছে এজন্য এডিপি বরাদ্দের বাইরে তাদের আরও অর্থ দরকার। বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর কাছে লেখা এক চিঠিতে অতিরিক্ত বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। বিদ্যুত সচিবের লেখা চিঠিতে বলা হয়, আগামী অর্থবছরে ২০১৮-১৯ এ বিদ্যুত বিভাগের ৩১ হাজার ৬৭২ কোটি টাকা প্রয়োজন। কিন্তু অর্থ বিভাগের সিলিং অনুযায়ী এডিপিতে আগামী অর্থবছরে বিদ্যুত বিভাগ সর্বোচ্চ ২০ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দ পেতে পারে। কিন্তু বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ৮৯৮ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুত দিতে তরল জ¦ালানিনির্ভর বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর বাইরে এলএনজি এলে অন্য জ¦ালানিতেও বিদ্যুত উৎপাদন হবে। সব মিলিয়ে সরকার ২০২১ এর মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন দেশে বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ক্যাপটিভ এবং আমদানিসহ ১৬ হাজার মেগাওয়াটের কাছাকাছি। এর বাইরে আরও আট হাজার মেগাওয়াটের নতুন কেন্দ্র নির্মাণ কাজ শেষ করতে হবে। তবে সরকারের এই ঘোষণা বাস্তবায়ন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ নাও হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এক্ষেত্রে এলএনজি আমদানির শুরুতেই নতুন গ্যাস চালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণের অনুমোদন দিলে কিছুটা ত্বরান্বিত হতে পারে বলে মনে করা হয়। বিদ্যুত সচিবের দেয়া চিঠিতে বলা হয়, নতুন ১৫টিসহ মোট ৯৬টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাইরেও বিদ্যুত বিভাগের বিভিন্ন কোম্পানি নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করে থাকে। যদিও এর হিসাব বাজেটে যোগ করা হয় না। এসব কোম্পানি কেন্দ্র নির্মাণের জন্য নিজেদের আয় থেকে মূলধনী বিনিয়োগ করে বাকিটা বাণিজ্যিক ঋণ নেয়। নিজস্ব উদ্যোগে সরকারের অনুমোদনের বাইরে গিয়ে দ্রুত কোম্পানি বোর্ডের অনুমোদন নিয়ে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে পারায় সরকার এই প্রক্রিয়াকে উৎসাহিত করছে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নে অর্থ বিভাগ ২৪ হাজার ৫১৬ কোটি টাকা বরাদ্দ দেয়। এরমধ্যে সরকারী তহবিল থেকে ১১ হাজার ৩০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ছিল ১৩ হাজার ২১৬ কোটি টাকা। আগামী অর্থবছরে বিদ্যুত বিভাগকে যে ২০ হাজার ৭২৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সীমা বেঁধে দেয়া হয়েছে তারমধ্যে সরকারী তহবিল থেকে ১৩ হাজার ৫৬১ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৭ হাজার ১৬৭ কোটি টাকা ধরা ছিল। কিন্তু বিদ্যুত বিভাগ তাদের বাজেট বরাদ্দের যে প্রক্ষেপণ করেছে তাতে বলা হচ্ছে প্রকল্প বাস্তবায়নে তাদের ৩১ হাজার ৬২৭ কোটি টাকা প্রয়োজন। বিদ্যুত বিভাগের একজন কর্মকর্তা জানান, শতভাগ বিদ্যুতায়নের জন্য সরকার উৎপাদনের সঙ্গে বিতরণ এবং সঞ্চালনে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করছে এতে করে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে। আশা করা হচ্ছে অর্থ বিভাগ থেকে অতিরিক্ত বরাদ্দ পাওয়া যাবে।
×