ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে বাংলাদেশী নাবিকদের চাহিদা বেড়েছে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৭:২০, ১৩ এপ্রিল ২০১৮

বিশ্বে বাংলাদেশী নাবিকদের চাহিদা বেড়েছে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারের আন্তরিক চেষ্টা এবং সরকারীভাবে বিদেশে বাংলাদেশী নাবিকদের মার্কেটিং করার কারণে নৌ-বিশ্ব বাজারে নাবিক চাহিদা বেড়েছে। দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীঘ্রই মধ্যপ্রাচ্য এবং সিঙ্গাপুরে বাংলাদেশী নাবিকদের ভিসা সমস্যার সমাধান করা হবে। বৃহস্পতিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৮তম ব্যাচ এবং মাদারীপুর শাখার ৭ম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম। নৌপরিবহন মন্ত্রী বলেন, বিশ্ববাজারে নাবিকদের চাহিদা বেড়েছে। যে সকল দেশে ভিসা সমস্যা রয়েছে তা নিরসনের জন্য আন্তরিকভাবে কাজ করছে সরকার। শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ভূমিকা রাখছে ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।
×