ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ॥ দুই শ্রমিক নিহত

প্রকাশিত: ০৭:১৯, ১৩ এপ্রিল ২০১৮

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ॥ দুই শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ এপ্রিল ॥ বড়াইগ্রামে মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন হোটেলে ঢুকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হোটেলের এক নারী শ্রমিকসহ দুই শ্রমিক মারা গেছে। এ সময় শাহীন আলম নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার শ্রীরামপুর এলাকায় নুরে আলম তেলপাম্প সংলগ্ন আল-আমিন হোটেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে শাহ মোহাম্মদ ও কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী হাসিনা বানু। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে পাবনাগামী মাছবোঝাই একটি ট্রাক বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় নুরে আলম তেল পাম্পের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক সংলগ্ন হোটেল আল-আমিনের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হোটেল শ্রমিক শাহ মোহাম্মদ ও হাসিনা বানু ঘটনাস্থলেই মারা যায়। অপর শ্রমিক শাহীন আলম গুরুতর আহত হয়। নওগাঁয় আরোহী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাইফুল ইসলাম (৫৮) নিহত হয়েছেন। উপজেলার কালিকাপুর-গোপালপুর বাজারের রাস্তায় কালু দফাদারের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত তাইফুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভালুকায় যাত্রী নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী নামক স্থানে বৃহস্পতিবার ভোরে পিকআপ থেকে পড়ে গিয়ে আবুল কাশেম নিহত হয়েছে। জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী পিকআপ ওইস্থানে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ওই পিকআপের যাত্রী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের মরহুম ইঞ্জিল খার ছেলে আবুল কাশেম (৪৫) পিকআপ থেকে পড়ে যায়।
×