ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবা-মার মৃত্যুর চার বছর পর সন্তানের জন্ম

প্রকাশিত: ০৬:২১, ১৩ এপ্রিল ২০১৮

বাবা-মার মৃত্যুর চার বছর পর সন্তানের জন্ম

চীনে সড়ক দুর্ঘটনায় বাবা-মার মৃত্যুর চার বছর পর সম্প্রতি তাদের সন্তানের জন্ম হয়েছে। শিশুটির বাবা-মা ২০১৩ সালে মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হন কিন্তু আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণের উদ্দেশ্যে আগে থেকেই নিজেদের বেশ কয়েকটি ভ্রণ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রেখেছিলেন ওই দম্পতি। ভ্রণগুলো থেকে গত বছরের ডিসেম্বরে সারোগেসি পদ্ধতিতে লাওসের এক নারীর গর্ভে একটি শিশুর জন্ম হয়। বেজিং নিউজের বরাত দিয়ে বিবিসি জানিযেছে, মৃত্যুর পরও ওই চীনা দম্পতির ভ্রƒণ চীনের নানজিং হাসপাতালের একটি তরল নাইট্রোজেন ট্যাঙ্কে মাইনাস ১৯৬ ডিগ্রী তাপমাত্রায় সংরক্ষিত ছিল। দুর্ঘটনার পর সংরক্ষিত ওই ভ্রƒণের অধিকার পেতে নিহত দম্পতির বাবা-মাকে কঠিন আইনী লড়াই চালিয়ে যেতে হয়েছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সুস্পষ্ট বিধিবিধান না থাকায় মৃত দম্পতির বাবা-মাকে সারোগেসি পদ্ধতি নিয়ে ব্যাপক আইনী ঝামেলা পোহাতে হয়েছে। দীর্ঘ আইনী লড়াইয়ের পর আদালত ভ্রƒণগুলোর ক্ষেত্রে দাদা-দাদি ও নানা-নানির অধিকার মেনে নেয়। এর আগে চীনে মৃত সন্তানের ভ্রƒণে পিতামাতার উত্তরাধিকারের কোন নজির ছিল না বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত দম্পতির পিতা-মাতা হিমায়িত ভ্রƒণের অধিকার পাওয়ার পর দেখা দেয় নতুন জটিলতা। নানজিং হাসপাতাল জানায়, অন্য কোন হাসপাতালে ভ্রƒণটি সংরক্ষিত থাকবে এমনটা নিশ্চিত হওয়ার পর তারা সেটি হস্তান্তর করবে। গর্ভে অসংযোজিত ভ্রƒণ নিয়ে আইনী অনিশ্চয়তা থাকায় চীনের অন্য হাসপাতাল ও মেডিক্যাল প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি হয়নি। চীনে সারোগেসি পদ্ধতি অবৈধ হওয়ায় একমাত্র উপায় ছিল দেশের বাইরে বিকল্প খোঁজা। ঘটনাচক্রে শিশুটির ভবিষ্যত দাদা-দাদি ও নানা-নানি হতে যাওয়া ব্যক্তিরা সারোগেসি পদ্ধতিতে নিয়ে কাজ করে এমন একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। বৈধভাবে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দানের সুযোগ থাকায় ওই সংস্থার পরামর্শে ভ্রƒণটি লাওসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোন বিমান সংস্থা তরল নাইট্রোজেনের তাপানুকূল বাক্স নিতে রাজি না হওয়ায় ফের বিপত্তি দেখা দেয়। পরে ঝুঁকি নিয়ে গাড়িতে করে ভ্রƒণটি লাওসে পৌঁছানো হয়। সেখানে এক নারীর গর্ভে ভ্রƒণটি স্থাপন করা হয়। ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে যেন কোন সমস্যা না হয়, সে উদ্দেশে সন্তান জন্মদানের আগেই ভ্রমণ ভিসায় ওই সারোগেট মাকে চীনে নিয়ে আসা হয়। ডিসেম্বরে চীনেই শিশুটির জন্ম দেন ওই মা। নবজাতকের নাম রাখা হয় তিয়ানতিয়ান। বাবা-মা কেউ বেঁচে না থাকায় দাদা-দাদি ও নানা-নানি, এ চারজনের ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে শিশুটির চীনা নাগরিকত্বও নিশ্চিত করা হয়। -ওয়েবসাইট
×