ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটা পদ্ধতি ভারত পাকিস্তানেও রয়েছে ॥ এইচ টি ইমাম

প্রকাশিত: ০৬:০৮, ১১ এপ্রিল ২০১৮

কোটা পদ্ধতি ভারত পাকিস্তানেও রয়েছে ॥ এইচ টি ইমাম

সংসদ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়মী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, কোটা পদ্ধতি এটি নতুন কিছু নয়। পাকিস্তান আমলে সব জায়গায়ই কোটা ছিল। এটি রাখতে হয়। ভারতে কোটা পদ্ধতি চালু আছে। ভারতের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম সেখানে কোটা ৫১ ভাগ। সেটি তারা বিভিন্নভাবে ভাগ করে থাকেন। যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নিম্ন শ্রেণীর মানুষ, মেয়েদর জন্য এমনকি তাদের প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা কোটা ব্যবস্থা চালু আছে। মঙ্গলবার বিকেলে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কোটা ব্যবস্থা অবশ্যই পরিবর্তনযোগ্য। পরিবর্তনশীল জগতে আমাদের বিবর্তন হচ্ছে। আমাদের শিক্ষার হার বাড়ছে, মেয়েরা শিক্ষায় অনেক এগিয়েছে। এসবগুলো নিয়েই প্রধানমন্ত্রী সোমবার নির্দেশ দিয়েছেন যে কোটাব্যবস্থা পরীক্ষা করে দেখার জন্য। এইচ টি ইমাম বলেন, উপাচার্যের বাসভবনে যে হামলা হয়েছে এটা অত্যন্ত নিকৃষ্টজনক। অবশ্যই ধিক্কার জানানোর মতো। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বিটু, গিয়াস উদ্দিন প্রমুখ।
×