ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালের বেলতলা ফেরিতে বাড়তি ভাড়া আদায়

প্রকাশিত: ০৪:৩৮, ৬ এপ্রিল ২০১৮

 বরিশালের বেলতলা ফেরিতে বাড়তি ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর বেলতলা ফেরি পারাপারে প্রতিটি যানবাহন থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ থেকে ১২ গুণ বেশি ভাড়া আদায় করা হলেও সরকারী ফান্ডে যাচ্ছে নির্ধারিত ভাড়ার টাকা। অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও কোন যানবাহনকে দেয়া হয়না টাকা আদায়ের রসিদ। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তার যোগসাজশে ফেরির স্টাফরা অতিরিক্ত ভাড়া আদায় করে ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। ফলে বিষয়টি জেনেও না জানার ভান করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একাধিক যানবাহনের চালকরা জানান, বেলতলা ফেরিতে গাড়ি পারাপার করতে হলে নির্ধারিত ভাড়ার চেয়ে তাদের কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়। ফেরির স্টাফদের দাবিকৃত ভাড়ার টাকা না দিলে তারা ফেরি ছাড়েনা। টাকা আদায়ের রসিদ চাইতে গেলে চালকদের নাজেহাল হতে হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, চরমোনাইর ফাগুনের বার্ষিক মাহফিলের আগেই বেলতলা ফেরিঘাটের ইজারা বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। ফলে মাহফিল উপলক্ষে সাত দিনে ফেরিঘাটে প্রায় ১০ লাখ টাকা আদায় করা হলেও সরকারী খাতে জমা হয়েছে মাত্র ৬০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাত করেছেন ফেরি সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগ থেকে নির্ধারিত ভাড়ার একটি চার্ট ফেরির টার্মিনাল থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে ফেরির দায়িত্বরতরা। বাংলাদেশের কোন ফেরিতে যাত্রীদের ভাড়া না রাখলেও এখানে জনপ্রতি ১০ টাকা করে আদায় করা হচ্ছে। ফেরি পারাপারে গাড়ি প্রতি সর্বোচ্চ দুইশ’ টাকা করে ভাড়া আদায়ের কথা থাকলেও ফেরি কর্তৃপক্ষ কোন প্রকার রসিদ ছাড়াই সেখানে আট থেকে ১৫শ’ টাকা পর্যন্ত আদায় করছে। কেউ রসিদ চাইলেও দেয়া হচ্ছেনা। ফেরির গ্রিজার আব্দুস ছাত্তার, খোকন মিয়া, আয়নাল হোসেন ও বোটম্যান আলতাফ হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলতলা ফেরিতে চাকরি করার শুরু থেকেই তারা কোন প্রকার টাকা আদায়ের রসিদ দিতে দেখেননি। সরকারীভাবে কোন রসিদ দেয়া হয় কিনা তাও তাদের জানা নেই।
×