ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অসুবিধা থাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ মার্চ ২০১৮

অসুবিধা থাকায়  বিএনপিকে  সমাবেশের অনুমতি  দেয়নি পুলিশ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৯ মার্চ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত থাকে। সেগুলো বিবেচনা করে সমাবেশের অনুমতি দেয়া হয়। হয়ত এই তারিখে কোন অসুবিধা ছিল, যে কারণে পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। বিএনপি অন্য দিন চাইলে অবশ্যই অনুমতি দেয়া হবে। বৈধ রাজনৈতিক দলের কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হয় না দাবি করে তিনি সম্প্রতি ঢাকায় জাতীয় পার্টির বিশাল সমাবেশের কথা উল্লেখ করেন। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জ আনসার একাডেমিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত ৩৮ আনসার ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেইজিং এবং উদ্বোধন করেন। এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবীব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার নুরুল আলম, জেলা প্রশাসক মোঃ নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন উপস্থিত ছিলেন।
×