ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ দিবস পালন

প্রকাশিত: ০৪:৪৫, ৩০ মার্চ ২০১৮

ঈশ্বরদীতে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ দিবস পালন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার দুপুরে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধের স্মৃতিচারণ ও প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। ঈশ^রদী ও পাবনা সদর থানার সীমান্তবর্তী স্থান দাপুনিয়া ইউনিয়নের মাধপুর ঐতিহাসিক বটতলায় প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ঈশ^রদী উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পাবনা সদর উপজেলা প্রকৌশলী ওয়ালিউর রহমান, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা এম.এ. বাতেন, ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক, মুক্তিযোদ্ধা চান্না ম-ল, মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হববুল উপস্থিত ছিলেন।
×