ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৮২ কোটি টাকার ৩২ ধরনের অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি কেনা হচ্ছে

প্রকাশিত: ০৮:১০, ২২ মার্চ ২০১৮

২৮২ কোটি টাকার ৩২ ধরনের অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি কেনা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২৮২ কোটি টাকা ব্যয়ে ৩২ ধরনের অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছে। দেশের ১৫৬ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আধুনিকায়নের জন্য এসব যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবনাসহ মোট ছয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের আওতায় ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের বাস্তবায়নাধীন ‘দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদরে ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩২ ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৩ লাখ টাকা। বিভিন্ন ঠিকাদার এ কাজ পেয়েছে। তিনি বলেন, বৈঠকে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭৪৪৮ পিস তাঁবু কেনার একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ৫৯ কোটি টাকা ব্যয়ে তিনটি লটে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি ও জেএসএম করপোরেশন এ তাঁবু সরবরাহ করবে। মোস্তাফিজুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থবছরে ৩০১৯ টন ঢেউটিন ৪১ কোটি ৯৮ লাখ টাকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। ৩টি লটে জয় এন্টারপ্রাইজ, ফাউন্ডি ট্রেড ইন্টারন্যাশনাল, জেভি এন্টারপ্রাইজ এ কাজ পেয়েছে। খুলনা জোনের কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৬ দশমিক ৬০ কিলোমিটার কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ, একটি রেলওয়ে ওভারপাস. একটি পিসি গার্ডার সেতু নির্মাণ, ২১টি আরসিসি বক্স নির্মাণ ও অন্যান্য কাজের প্যাকেজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এ প্যাকেজের ভিত্তি মূল্য ছিল ৭১ কোটি ২৬ লাখ টাকা। নতুন করে ৮ কোটি ৬৫ লাখ টাকা বাড়িয়ে বর্তমানে ৭৯ কোটি ৯২ লাখ টাকা দাঁড়িয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এছাড়া সভায় ‘বাংলাদেশ রেলওয়ের পাঁচুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা সেকশন পুনর্বাসন ও নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পাদিত চুক্তিপত্র নম্বর-বিআর-ডাব্লিউজেড/প্যাকেজ ডাব্লিউডি-২/ এফডিপি-ভাঙ্গা কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এ প্রস্তাবে ৩৬ কোটি ৭৫ লাখ টাকা বাড়িয়ে ১২৮ কোটি ৪৪ লাখ টাকা বাড়ানো হয়েছে।
×