ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইন বিশেষজ্ঞদের আশঙ্কা

ম্যাকাবি অপসারণ ॥ ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি বাড়ল

প্রকাশিত: ০৫:৫৭, ২২ মার্চ ২০১৮

ম্যাকাবি অপসারণ ॥ ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি বাড়ল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের পরিচালক ম্যাকাবিকে বরখাস্ত করে বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের রুশ হস্তক্ষেপের তদন্ত বাধাগ্রস্ত করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা আরও জোরদার হওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। আইন বিশেষজ্ঞরা এ কথা বলেছেন। এএফপি। ট্রাম্প ম্যাকাবি ও সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির মতো তার বিরুদ্ধে ভবিষ্যত সাক্ষী চিত্রিত করে একটি পরিকল্পিত জুয়ার সৃষ্টি করতে পারেন যা নির্ভরযোগ্য হবে না। কিন্তু দুজনের সম্পর্কেই তার অবমাননাকর টুইটে এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, তিনি তাদের বরখাস্ত করতে চেয়েছেন এবং অভিযোগ জোরদার হচ্ছে যে, তিনি অবৈধভাবে মুয়েলারের তদন্তে হস্তক্ষেপ করেছেন। এ অভিযোগ তার প্রেসিডেন্টের দায়িত্ব থাকার বৈধতায় হুমকির সৃষ্টি হবে। ট্রাম্প এক অভ্যন্তরীণ তদন্তে মিথ্যা বলার অভিযোগে ম্যাকাবিকে বরখাস্ত করার পর ট্রাম্প শুক্রবার টুইটে লিখেছেন, এন্ড্রু ম্যাকাবিকে বরখাস্ত করা হয়েছে। এফবিআইয়ের কঠোর পরিশ্রমী পুরুষ ও নারীদের জন্য এটা এক গুরুত্বপূর্ণ দিন- গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। টুইটে বলা হয়, লোক-দেখানো ভাল মানুষ জেমস কোমি ছিলেন ম্যাকাবির বস এবং ম্যাকাবিকে তখন মনে হয়েছে গীর্জার এক কয়েরবয়ের মতো। তিনি জানতেন, সকল মিথ্যা ও দুর্নীতি সম্পর্কে সকল অভিযোগ এফবিআইয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কোমিকে বরখাস্ত করা হয় ২০১৭ সালের মে মাসে। ট্রাম্প বলেছেন, মুয়েলারের তদন্ত কখনও শুরু হওয়া উচিত ছিল না, তার সঙ্গে কোন সংঘাত হয়নি এবং কোন অপরাধ সংঘটিত হয়নি। তিনি অভিযোগ এনে বলেন, মুয়েলারের তদন্ত টিমের সকল সদস্য বিরোধী ডেমোক্র্যাট দলের। কেউ কি মনে করেন যে তা যথার্থ হয়েছে? কেউ নিশ্চিত জানে না যে, ৭৩ বছর বয়স্ক এ আইনজীবী ও সাবেক এফবিআই পরিচালক স্বল্পভাষী মুয়েলারকি কী অভিযোগ পর্যবেক্ষণ করছেন। কিন্তু আভাস পাওয়া যাচ্ছে যে, তিনি বিচারে প্রতিবন্ধক সৃষ্টির ওপর একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এক সাবেক ফেডারেল প্রসিকিউটর রেনাতো মারিওত্তি টুইটারে বলেন, এ পর্যায়ে দৃশ্যত এটা মনে হচ্ছে, ট্রাম্প সম্ভাব্য দায়বদ্ধতার ব্যাপারে অসংশ্লিষ্ট। ম্যাকাবির আইনজীবী, বিচার দফতরের সাবেক ইন্সপেক্টর জেনারেল মাইকেল ব্রোমউয়িচ বলেছেন, টুইটগুলোতে নিশ্চিত করা হয়েছে যে, তিনি পুরো প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করেছেন যা বরখাস্তের কারণ হয়েছে।
×