ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লীতে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

প্রকাশিত: ০৬:৩৯, ২০ মার্চ ২০১৮

দিল্লীতে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ৫০টি সদস্য দেশকে নিয়ে দু’দিনের মন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার নয়াদিল্লীতে শুরু হয়েছে। ভারতের সরকারী সূত্রে জানান হয়েছে, এই বৈঠকের লক্ষ্য কিছুটা ঘরোয়াভাবে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম কানুন সরল ও স্বচ্ছ করা নিয়ে খোলামেলা আলোচনা করা। ভারতের মতো উন্নয়নশীল দেশে খাদ্যে ভর্তুকি ও গণবণ্টন ব্যবস্থা বহাল রাখার প্রশ্নেও সমাধান সূত্র খোঁজার কথা এই বৈঠকে। বৈঠকটি গত বছর শেষেরদিকে হওয়ার কথা ছিল। ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানীতে দরিদ্রদের জন্য খাদ্যে ভর্তুকি বহাল রাখা নিয়ে মতৈক্য না হওয়ায় ভেস্তে যায় ডব্লিউটিওর একাদশ মন্ত্রী পর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠক। চার দিনের ওই বৈঠকে বিষয়টির পাকাপোক্ত সমাধান চেয়েছিল ভারত। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশে গরিবদের স্বার্থে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার প্রশ্নে অন্যান্য বৈঠকের মতোই মূলত আমেরিকা বেঁকে বসায় অধরাই থেকে যায় সন্ধি। -এনডিটিভি
×