ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৫৯, ১১ মার্চ ২০১৮

বকেয়া বেতনের দাবিতে  মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক  অবরোধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বর্ণালী ফেব্রিক্সের প্রায় ২ হাজার শ্রমিক। শনিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত শ্রমিকরা। দীর্ঘ তিনঘণ্টা সড়কটি বন্ধ থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অবরোধকারীরা জানান, বেতন না দিয়ে কোন কারণ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি আকস্মিক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা তাদের বকেয়া তিন মাসের বেতন দাবি করে এই সড়ক অবরোধ করে । এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কটিতে। এ সময় ঢাকা থেকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি যাওয়ার পথে আটকা পড়েন এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিনি এমিলি। পরে এমপি, জেলা প্রশাসক ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ছুটি দিয়ে দেয় বর্ণালী ফেব্রিক্স। অনবরত লোকসান ও ব্যাংকের অসহযোগিতার কারণে কোম্পানিটি গার্মেন্টস ডিভিশন বন্ধ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গুরুতর অসুস্থ, হার্ট ও ব্রেন অপারেশনের জন্য বিদেশ আছেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। তাই শনিবার সকালে কাজে এসে এ রকম অবস্থা দেখে শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে রাস্তায় নেমে পড়ে। এ বিষয়ে বর্ণালী ফেব্রিক্সের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, শ্রমিকদের বকেয়া বেতন ও দাবি-দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে।
×