ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনে প্রধান ভুক্তভোগী নারীরাই

প্রকাশিত: ০৬:২১, ৯ মার্চ ২০১৮

জলবায়ু পরিবর্তনে  প্রধান ভুক্তভোগী  নারীরাই

জলবায়ু পরিবর্তনের শিকার মূলত নারীরাই হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের মধ্যে ৮০ শতাংশই নারী বলে জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি। ২০১৫ সালে সম্পাদিত প্যারিস জলবায়ু চুক্তিতে নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনে নারী যে প্রভাবিত হয়ে থাকে সে বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে। আফ্রিকার শাদের বিখ্যাত হ্রদ ‘লেক শাদের’ ৯০ শতাংশই এখন আর নেই। এতে বিপদে পড়েছেন স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী। হ্রদটি শুকিয়ে যাওয়ায় পানির জন্য এখন বহুদূর হাঁটতে হয় নারীদের। চাদের স্থানীয় সংগঠন ইনডিজিনাস উইমেন এ্যান্ড পিপল অব চাদের (এএফপিএটি) হিনদৌ ওউমারাও ইব্রাহিম বলেন, শুকনো মৌসুমে পুরুষেরা সব শহরে চলে যায়। ঘর দেখার জন্য নারীদের রেখে যায় তারা। তিনি বলেন, শুকনো মৌসুম দীর্ঘায়িত হলে পরিবারের দেখভালের জন্য কঠোর পরিশ্রম করতে হয় নারীদের। আবার এ সময় ঘরের পুরুষদের কোন সহযোগিতাও তারা পান না। ওউমারাও ইব্রাহিম বলেন, নারীদের জীবন হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। পানি সংগ্রহ করা সত্যিই খুব কঠিন কাজ। কেবল গ্রামীণ নারীরাই বিপদগ্রস্ত হয় না তাদের মধ্যে দারিদ্র্যের হারও বেশি। আর্থ-সামাজিক সক্ষমতায় নারী অনেক পিছিয়ে। আবার কোন এলাকায় দুর্যোগ হলে অবকাঠামো, ঘরবাড়ি বা কাজের ক্ষেত্রে যে ক্ষতি হয়, তাতে বেশি ভুক্তভোগী হন নারীরাই। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আফ্রিকার বংশোদ্ভূত মার্কিন নারীরা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় নিউ অরলিনসের মতো নিম্নাঞ্চলগুলো উচ্চ ঝুঁকির মধ্যে আছে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নারীদের আয়ুষ্কাল কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে নারীবান্ধব কর্মসূচী নেয়ার কথা বলছে জাতিসংঘ; যদিও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নারীদের অংশগ্রহণের হার এখনও মাত্র ৩০ শতাংশ।
×