ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৪:২৫, ৯ মার্চ ২০১৮

 কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ মার্চ ॥ কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান স্থানীয় বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে। জানা যায়, নিহত মিজানের পরিবারের সঙ্গে একই গ্রামের মনির হোসেনের পরিবারের জমি নিয়ে বিরোধ ও এ নিয়ে আদালতে মামলা চলমান ছিল। বৃহস্পতিবার মিজান মোটরসাইকেলযোগে কুমিল্লা আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতরভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। . রংপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুরে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বুড়িরহাট চব্বিশ হাজারী এলাকায় স্বামীর বাড়ি থেকে স্বামীর নির্যাতনে নিহত জান্নাতুল ফেরদৌসীর (২০) লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামের বাবলু মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌসীর সঙ্গে রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারী এলাকার ওয়াসিম মিয়ার ছেলে আলেফ উদ্দিনের সঙ্গে ৮ মাস আগে বিবাহ হয়। আলেফ উদ্দিন ঢাকায় টিউব ওয়েলের মিস্ত্রি হিসেবে কাজ করত । আর নিহত জান্নাতুল ফেরদৌসী গাজীপুরে একটি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করত। সেখানেই তাদের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা গত আট মাস আগে বিবাহ করে। কিন্তু আলেফ উদ্দিনের স্ত্রী এবং দু’টি ছেলেমেয়ে ছিল তা সে ফেরদৌসীর কাছে গোপন করে। গত ৬ দিন আগে ফেরদৌসী ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে আসে। সেখানে এসে জানতে পারে তার স্বামীর আগের একজন স্ত্রী ও ছেলেমেয়ে আছে। বুধবার বিকেলে ঢাকা থেকে আলেফ উদ্দিনও তার বাড়িতে আসে। সন্ধ্যার দিকে ফেরদৌসী তার স্বামী আলেফের কাছে জানতে চায় কেন সে স্ত্রী সন্তান থাকার বিষয়টি গোপন করে তাকে বিবাহ করে। এ সব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় । সে রাতেই স্বামী আলেফ তার স্ত্রী ফেরদৌসীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের সিলিংয়ের মধ্যে ঝুলিয়ে রাখে। . আওয়ামী লীগ কর্মীর পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামে বুধবার রাতে উইলিয়ম হেসেন ওরফে মানিক নামে আওয়ামী লীগ কর্মীর দুই পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা । তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শ্রীপুর উজেলার বাখেরা গ্রামে বুধবার রাতে উইলিয়ম হেসেন ওরফে মানিক নামে আওয়ামী লীগ কর্মী বাড়িতে ফেরার পথে বাখেরা গ্রামে একদল দুর্বৃত্ত হামলা করে দু পা কেটে ফেলে।
×